ফোনেটিক বাংলা টাইপিং
মুখে কোনো শব্দ যেভাবে উচ্চারিত হয় ঠিক সেইভাবে ইংরেজি অক্ষরে কম্পিউটারে টাইপ করাকে বলা হয় ফোনেটিক টাইপিং। তবে এক্ষেত্রে টাইপ করা অক্ষরগুলো ইংরেজিতে না হয়ে নির্দিষ্ট কোনো ভাষার বর্ণতে স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যায়। আর এভাবে ইংরেজি উচ্চারণে বাংলা টাইপ করাকে বলা হয় ফোনেটিক বাংলা টাইপিং। কিন্তু এজন্য বিশেষ ধরনের সফটওয়্যার বা পদ্ধতি প্রয়োজন পড়ে। যেমন: বাংলা টাইপের জন্য প্রয়োজন অভ্র কিবোর্ডে লেআউট সফটওয়্যার। কারণ অভ্র কিবোর্ডে বাংলায় মুখে উচ্চারিত শব্দগুলো ইংরেজি কিবোর্ডের মতো করে টাইপট করলে তা ইংরেজি না হয়ে বাংলায় প্রদর্শিত হয়। আর এভাবে খুব সহজে ফোনেটিক বাংলা টাইপিং করা সম্ভব।
অভ্র কিবোর্ড সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions