পার্ল (প্রোগ্রামিং ভাষা)
পার্ল (PERL) এর পূর্ণরূপ হলো প্র্যাকটিক্যাল এক্সট্রাকশন অ্যান্ড রিপোর্টি ল্যাঙ্গুয়েজ (Practical Extraction and Reporting Language)। পার্ল হলো একটি প্রোগ্রামিং ভাষা। এর উদ্ভাবক হলেন ল্যারি ওয়াল। ১৯৮৭ সালে তিনি এটি প্রথম প্রকাশ করেন।
পার্ল অন্যান্য অনেক প্রোগ্রামিং ভাষা যেমন: সি, বোর্ন শেল, অক, সেড ও লিস্প থেকে ফিচার ধার করেছে। পার্ল প্রোগ্রামিং ভাষাটি ইউনিক্স সিস্টেমে বহুল ব্যবহৃত স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এ ব্যবহৃত সিজিএ (কমন গেইটওয়ে ইন্টারফেস) স্ক্রিপ্ট পার্ল দিয়ে লেখা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions