প্যারিটি বিট কি
তথ্য আদান-প্রদানে নির্ভরযোগ্যতা বাড়াতে কিংবা অন্য কোন তথ্য কোডের বিটগুলোর সাথে অতিরিক্ত একটি বিট সংযোজন করতে হয়। সংযোজিত এরূপ অতিরিক্ত বিটকে প্যারিটি বিট (Parity Bit) বলা হয়।
প্যারিটি বিট সাধারণত সর্ববামে বসে। যেমন: আসকি কোড অনুযায়ী A = 1000001 হয়। এখন A এর বিটগুলোর (1000001) সর্ববামে অতিরিক্ত একটি বিট সংযোজন করে A কে মোট দু’ভাগে প্রকাম করা যায়। যথা- 11000001 এবং 01000001। প্রথম ক্ষেত্রে ১ এর সংখ্যা বিজোড় (এখানে তিন), এই অবস্থাকে বিজোড় বা ওড প্যারিটি (Odd Parity) বলা হয়। আর দ্বিতীয় ক্ষেত্রে মোট ১ এর সংখ্যা জোড় (এখানে দুই), এই অবস্থাকে জোড় বা ইভেন প্যারিটি (Even Parity) বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions