প্রাইমারি মেমোরি কাকে বলে
কোনো কম্পিউটারে ব্যবহৃত র্যামকেই সাধারণত প্রাইমারি মেমোরি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই মেমোরিতে মাইক্রোপ্রসেসর সরাসরি প্রবেশাধিকার লাভ করে। কম্পিউটারে যতক্ষণ প্রক্রিয়াকরণের কাজ চলতে থাকে তথ্যসমূহ ততক্ষণ পর্যন্ত প্রাইমারি মোমোরিতে অবস্থান করে।
কম্পিউটারের প্রাইমারি মেমোরি সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে তৈরি দ্রুতগতি সম্পন্ন মেমোরি। কম্পিউটার অপারেশনের সময় প্রোগ্রাম এবং ডাটা সংরক্ষণের জন্য প্রাইমারি মেমোরি ব্যবহৃত হয়। প্রাইমারি মেমোরি ভোলাটাইল (Volatile) এবং নন ভোলাটাইল (Non-Volatile) এই দুই ভাগে ভাগ করা যায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলে যে সেমিকন্ডাক্টর মেমোরির সংরক্ষিত ডাটা মুছে যায় তা হলো ভোলাটাইল মেমোরি। আর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলেও যে সকল সেমিকন্ডাক্টর মেমোরির সংরক্ষিত তথ্য মুছে যায় না তা হলো নন-ভোলাটাইল। প্রাইমারি মেমোরি বাজারে আইসি আকারে পাওয়া যায় এবং কম্পিউটারের মাদারবোর্ডে প্রধান সাকির্ট বোর্ডে বসানো হয়। প্রাইমারি মেমোরি প্রধানত: দুই প্রকার ১। র্যাম (RAMRandom Access Memory) এবং ২। রম (ROM - Read only Memory)

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions