প্রিন্টার কি
কম্পিউটারে লিখিত বা সংরক্ষিত বিভিন্ন তথ্য কাগজের পাতায় স্থায়ীভাবে মুদ্রণ করার বিশেষ যন্ত্র হলো প্রিন্টার। এটি একটি নির্গমনমুখ যন্ত্র। প্রচলিত কয়েকটি প্রিন্টার হলো: ক্যারেক্টার প্রিন্টার, লাইন প্রিন্টার, পেইজ প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, ডট মেট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার ইত্যাদি।
কম্পিউটারের ফলাফল কাগজে ছাপা আকারে নেওয়ার জন্য জনপ্রিয় আউটপুট ডিভাইস হলো প্রিন্টার। প্রিন্টার এর মাধ্যমে কাগজে যে আউটপুট পাওয়া যায় তাকে হার্ড কপি (Hard copy) বলা হয়।
প্রিন্টারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়:
(ক) ক্যারেক্টার প্রিন্টার: একসাথে একটি ক্যারেক্টার প্রিন্ট করে। অল্প আউটপুট এর ক্ষেত্রে পিসিতে ব্যবহৃত এ ধরনের প্রিন্টার প্রতি সেকেন্ডে ৩০ থেকে ৬০০ ক্যারেক্টার প্রিন্ট করতে পারে। যেমন: ডট-মেট্রিক্স প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার।
(খ) লাইন প্রিন্টার: একসাথে এক লাইন টেক্সট প্রিন্ট করে। অধিক পরিমানে আউটপুট এর ক্ষেত্রে ব্যবহৃত এ ধরনের প্রিন্টার প্রতি মিনিটে ৩০০ থেকে ৩০০০ লাইন প্রিন্ট করতে পারে। মিনি ও মেইনফ্রেম কম্পিউটারে এ ধরনের প্রিন্টার ব্যবহার করা যায়। যেমন: চেইন প্রিন্টার, ড্রাম লাইন প্রিন্টার।
(গ) পেজ প্রিন্টার: একসাথে এক পৃষ্ঠা প্রিন্ট করতে পারে। এ ধরনের প্রিন্টার প্রতিমিনিটে ১০ থেকে ৩০০ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে। যেমন: লেজার প্রিন্টার।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions