রান কমান্ড সক্রিয় করার জন্য প্রক্রিয়াটি কি
রান কমান্ড সক্রিয় করার প্রক্রিয়া নিম্নে দেয় হলো:
# Start ক্লিক করতে হবে তারপর Run ক্লিক করতে হবে।
অথবা
# উইন্ডোজ অপারেটিং এ ডেস্কটপের বাম পাশে নিচে দিকে Start আইকন এ মাইসের ডানবাটন ক্লিক করতে হবে তারপর Run ক্লিক করতে হবে।
অথবা
কিবোর্ড থেকে Windows Key+R চাপলে রান কমান্ড সক্রিয় হবে।
মূলত উপরোক্ত পদ্ধতিগুলোর মাধ্যমে রান মেনু ওপেন হয়। আর প্রকৃত রান কমান্ড ওপেন করার জন্য প্রথমে Windows+R বা উপরোক্ত যেকোনো উপারে Run মেনু/ডায়ালগবক্স ওপেন করতে হবে। তারপর সেই বক্সের মধ্যে cmd টাইপ করে Ok ক্লিক করতে হবে বা কিবোর্ড থেকে Enter বাটন চাপতে হবে। তাহলে কালো স্ক্রীনের মতো আরেকটি বক্স আসবে। আর এটিই হলো আসলে রান কমান্ড (Run Command)।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions