রো কি
রো (ROW) হলো বাম থেকে ডানদিকে সমান্তরাল উপরে নিচে দুইটি লাইনের মধ্যকার একটি নির্দিষ্ট সারি। অর্থাৎ হিসাব-নিকাশ ও অন্যান্য কাজের জন্য ব্যবহৃত মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের ওয়ার্কশিটের বাম দিক থেকে ডান দিকে পাশাপাশি বিস্তৃত ঘরসমূহকে এক একটি রো বা সারি বলা হয়। প্রত্যেকটি রো কে ইংরেজি সংখ্যা 1, 2, 3 ইত্যাদি সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। যেমন : ১ নং সারি, তারনিচে আবার থাকে ২ নং সারি, তারনিচে আবার ৩ নং সারি, ইত্যাদি এভাবে নিচের দিকে সারিগুলো সাজানো থাকে। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশীটে এরূপ ১০,৪৮,৫৭৬টি রো বা সারি আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions