Home » » রাউটার কি?

রাউটার কি?

Router

 রাউটার (Router) কি?:

এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ট এ ডেটা পাঠানোর পদ্ধতিকে রাউটিং বলে। যে ডিভাইস রাউটিং এর কাজে ব্যবহৃত হয় তাকে রাউটার বলে। ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করার জন্য এ ডিভাইস ব্যবহার করা হয়। এটি Lan, Man, Wan এ তিন ধরনের নেটওয়ার্ক এ কাজ করে। রাউটারের মধ্যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা দেয়া থাকে যা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক এ ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে সংক্ষিপ্ততম পথ খুঁজে বের করে। 
 
বিস্তারিতিভাবে বলা যায়, রাউটার এমন একটি বুদ্ধিমান ডিভাইস, যা এক নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্ক এর সাথে যুক্ত করা এবং ডেটা প্যাকেট এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে রাউট করার কাজে ব্যবহৃত হয়। রাউটার মূলত একই প্রটোকল বিশিষ্ট বিভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করে। যেমন: ইথারনেট, রিং ইত্যাদিকে যুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়। রাউটার উৎস কম্পিউটার হতে টার্গেট কম্পিউটারে ডেটা প্যাকেট পৌছে দেয়। ডেটা প্যাকেট হলো ডেটার সমষ্টি। রাউটার ডেটা প্যাকেটগুলোকে গন্তব্যে পৌছে দিতে সবচেয়ে কম দূরত্ব ব্যবহার করে। রাউটার সম্প্রচার অঞ্চলকে এমনভাবে ভেঙ্গে ফেলে যাতে একটি নেটওয়ার্ক অংশের অধীনে থাকা সকল কম্পিউটার বা ডিভাইস ওই নেটওয়ার্ক অংশের জন্য প্রেরিত সম্প্রচার পড়তে এবং প্রক্রিয়াজাত করতে পারে। নেটওয়ার্কিং ডিভাইসগুলোর মধ্যে কেবল রাউটারই ডেটা ফিল্টারিং করতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ভাগাভাগি করে ব্যবহার করতে রাউটার বহুলভাবে ব্যবহৃত হয়। Cisco কোম্পানি রাউটার তৈরির ক্ষেত্রে সারা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। এখানে উল্লেখ্য যে, গেটওয়ে একটি প্রোটোকলের সাথে ভিন্ন আরেকটি একক প্রোটোকলকে যুক্ত করে; কিন্তু রাউটার একই প্রোটোকল বিশিষ্ট বিভিন্ন নেটওয়ার্কে যুক্ত থাকে।
 

Contact form

নাম

ইমেল *

বার্তা *