শিট ট্যাব কি
সাধারনত মাইক্রোসফট এক্সেল নামক স্প্রেডশিট প্রোগ্রামটির ওয়ার্কবুক উইন্ডোর নিচে বাম দিকে প্রদর্শিত ট্যাব/ট্যাবসমূহ হলো শিট ট্যাব। একটি এক্সেল ওয়ার্কবুক ২০১০ বা এর আগের ভার্সনগুলোতে সাধারণত তিনটি করে শিট (Sheet) থাকে এবং ২০১৩ থেকে নতুন এক্সেল ওয়ার্কবুকে ১টি শিট থাকে। শিটের নাম শিট ট্যাবে থাকে। যে নামের শিট ট্যাবে ক্লিক করা হবে সে শিটটি কার্যকর হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions