ই ফাইলিং
সরকারি কার্যক্রম বিশেষকরে দাপ্তরিক ফাইল ব্যবস্থাপনা ও সংরক্ষনের কার্যক্রমগুলো আধুনিক বা ডিজিটালভাবে করার জন্য পুরাতন পদ্ধতিতে কাগজ কলমে ফাইল ব্যবস্থাপনার পরিবর্তে অনলাইন ফাইল ব্যবস্থাপনাকে বলা হয় ই ফাইলিং (e filing) বা ই ফাইল পদ্ধতি (e file system)।
ই ফাইল ব্যবস্থাপনায় ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট (যেমন www.nothi.gov.bd) এ লগইন করার মাধ্যমে খুব সহজে প্রয়োজনীয় ফাইল উপস্থাপন করা যায়। এসএমএস বা খুদে বার্তার মাধ্যমে উপস্থাপন করা ফাইলে অবস্থান নির্ণয় করা ও ফাইলের কার্যক্রম পরিপূর্ণ হলে সেবা গ্রহিতাকে মোবাইলে খুদে বার্তা বা এসএমএসএর মাধ্যমে জানানো যায়। এতে স্বাক্ষর প্রদানেরও কোনো ঝামেলা থাকেনা।
# ই ফাইল সিস্টেমে সাহায্যের জন্য যোগাযোগের উপায়
# ই ফাইল ব্যবহারের ওয়েব ব্রাউজার
# ই ফাইলিং সিস্টেমে ইউজার আইডি ও ইজারনেমের মধ্যে পার্থক্য
# ই ফাইলিং দাপ্তরিক ডাক ও নাগরিক ডাক কি
#
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions