স্মার্ট ফোন কি
স্মার্ট ফোন হলো এমন এক ধরনের ফোন, যা একটি মোবাইল কম্পিউটিং প্ল্যাটফর্মের উপর তৈরি এবং যেখানে প্রচলিত ফোনের চাইতে আরও বেশি অত্যাধুনিক কম্পিউটিং সক্ষমতা ও সংযোগযোগ্যতা থাকে। আধুনিক স্মার্টফোনগুলোতে হাই রেজ্যুলেশন টাচস্ক্রিন, ওয়েব ব্রাউজার, ওয়াইফাই ও মোবাইল ব্রডব্যান্ডের মাধ্যমে উচ্চ গতির ডেটা অ্যাকসেস, পোর্টেবল মিডিয়া প্লেয়ার, ক্যামেরা, জিপিএস নেভিগেশন ইত্যাদিসহ আধুনিক বহু সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকে। স্মার্টফোনগুলো বিভিন্ন ধরনের মোবাইল অপারেটিং সিস্টেমে চালিত হয়। উল্লেখযোগ্য এসব অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএস, নকিয়ার সিমবিয়ান, রিম এর ব্লাকবেরি ওএস, স্যামস্যাং এর বাডা, মাইক্রোসফট উইন্ডোজ ফোন, হিউলেট প্যাকার্ড এর ওয়েবওএস এবং এমবেডেড লিনাক্স ডিস্ট্রিবিউশন যেমন: Maemo ও MeeGo ইত্যাদি। আর এসব অপারেটিং সিস্টেমে বিভিন্ন কোম্পানীর বিভিন্ন অ্যাপস ব্যবহারের মাধ্যমে অনেকটা কম্পিউটারের মতোই অধিকাংশ কার্যক্রম সম্পাদন করা সম্ভব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions