স্প্যাম কি
স্প্যাম হলো অনাকাঙ্খিত কোনো মেইল বা তথ্য।
স্প্যাম ইমেইল ব্রাউজকৃত তথ্যের সাথে আসতে পারে। সাধারণত কোনো নিজউজ গ্রুপ কিংবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের জন্য এসব মেইল প্রেরণ করা হয়ে থাকে, যা মেইল গ্রহণকারীর কাছে একেবারেই অপরিচিত এবং অনাকাঙ্খিত। বিভিন্ন উপায়ে স্প্যাম/জাঙ্ক মেইল প্রেরণকারীগণ বিভিন্ন ব্যক্তির ইমেইল ঠিকানা সংগ্রহ করে এসব মেইল প্রেরণ করে থাকেন।
ইন্টারনেট ব্রাউজকারীগণ না জেনেই অনেক সময় এমন কিছু সাইটে ভ্রমণ করেন, যেখানে তার ইমেইল ঠিকানাটি গোপনে স্প্যামারদের দ্বারা সংগৃহীত হয়ে থাকে। স্প্যাম/জাঙ্ক মেইলগুলো অনেক ক্ষেত্রেই বিরক্তির কারণ হয়ে দাড়ায়। ওয়েব ব্রাউজারের সাথে অনাকাঙ্খিত স্প্যাম প্রটেক্ট করার জন্য বিভিন্ন প্রকার স্প্যাম প্রটেকশন সফটওয়্যার রয়েছে। ই-মেইলের সাথেও স্প্যাম প্রটেক্ট করার জন্য বিভিন্ন প্রকার সফটওয়্যার পাওয়া যায়। এসব সফটওয়্যার বিভিন্ন প্রকার স্প্যামকে তালিকাবদ্ধ করে থাকে। ব্যবহারকারী ইচ্ছে করলে তার ইমেইলের সাথে আগত স্প্যামকে স্প্যাম হিসেবে অ্যাসাইন করলে সেই মেইলটি নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে জমা হয়। বিভিন্ন কোম্পানী স্প্যাম অ্যাসাইন সার্ভিস প্রদান করে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions