টু স্টেপ ভেরিফিকেশন কি
দুইটি উপায়ের মাধ্যমে যাচাইকরণ পদ্ধতি হলো টু স্টেপ ভেরিফিকেশন। আজকাল ওয়েবভিত্তিক বিভিন্ন সেবার ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়, সেবা গ্রহণকারীর সেবাকে সুরক্ষিত করার জন্য। অর্থাৎ অ্যাউন্টের নিরাপত্তাকে শক্তিশালী করার জন্যই এই ব্যবস্থা সংযোজন করা হয়। যেমন: প্রথমে একাউন্ট হোল্ডারকারীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগ ইন করতে হয়, এটি হলো প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপটি হলো তার মোবাইলে এসএমএস কোড আসবে কিংবা তার ইমেইলে এসএমএস কোড আসবে এবং সেই কোডটি একাউন্ট লগ ইন করার সময় ব্যবহার করলেই কেবল একাউন্টে প্রবেশ করা যাবে। এই দুটি পদ্ধতিই হলো টু স্টেপ ভেরিফিকেশন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions