উবুন্টু কি
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরই বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল আলোচিত একটি অপারেটিং সিস্টেম হলো উবুন্টু যেটি লিনাক্স অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমটি ওপেস সোর্স ও বিনামূল্যে যে কেউ এটি ব্যবহার করতে পারবে। দক্ষিণ আফ্রিকার প্রচলিত একটি প্রবাদ উবুন্টু থেকে এর নামকরণ করা হয়েছে যার অর্থ হলো অপরের জন্য মানবতা। প্রাথমিকভাবে পার্সোনাল কম্পিউটারগুলোতে ব্যবহারের জন্য উবুন্টু তৈরি করা হলেও বর্তমান এর তিনটি ভার্সন পাওয়া যায়। পিসিতে ব্যবহারের জন্য, ক্লাউড ও সার্ভার তৈরিরর জন্য এবং ইন্টারনেট অব থিংসের জন্য উবুন্টু অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। বিশ্বব্যাপি আনুমানিক ১২ মিলিয়নেরও বেশি ডেস্কটপ ব্যবহারকারী এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন - যা এটিকে সবচেয়ে বেশি ডেস্কটপ লিনাক্স ডিস্ট্রিবিউশনে পরিণত করেছে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions