এসএসডি কি
এসএসডি (SSD) এর পূর্ণরূপ হলো সলিড স্টেট ডিভাইস (Solid State Device)।
এসএসডি বা সলিড স্টেট ডিভাইস হলেঅ এক ধরনের হালকা অধিক ধারণক্ষমতাসম্পন্ন স্টোরেজ ডিভাইস। এতে ডেটা সংরক্ষনের জন্য ফ্লাশ মেমোরি ব্যবহার করা হয়। এর ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি। কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, মোবাইল ও মিডিয়া প্লেয়ারে এসএসডি ব্যবহার করা হয়। বর্তমানে হার্ডডিস্কের বিকল্প হিসেবে এসএসডি ডিভাইস জনপ্রিয় হয়ে উঠছে।
এসএসডি হলো একটি স্টোরেজ ডিভাইস বা ফ্ল্যাশ মেমোরি যার কাজ হলো তথ্য বা ডেটা সংরক্ষণ করে রাখা। এটি সাধারণত মাইক্রো কম্পিউটারে পুরাতন পদ্ধতির হার্ডডিস্কের পরিবর্তে নতুন প্রযুক্তির স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। ভ্যাকুয়াম টিউবের প্লাজমার বদলে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে কঠিন অবস্থায় বৈদ্যুতিক কাজকর্ম হয় বলে এসএসডি নাম দেয়া হয়েছে এবং এর গতি পুরাতন হার্ড ড্রাইভের চেয়ে অনেক গুণ বেশি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions