এনজিওগ্রাফি কি
এনজিওগ্রাফি (Angiography) : এনজিওগ্রাফি হলো একধরনের পরীক্ষা যেখানে এক্সরে এর মাধ্যমে শরীরের বিভিন্ন রক্তনালীর ছবি তোলা হয়। যদি কোনো কারণে শরীরের কোনো রক্তনালিকা বন্ধ হয় বা ক্ষতিগ্রস্থ হয় অথবা অস্বাভাবিক কোনো পরিবর্তন হয়, তখন বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি সমস্যা হতে পারে। এনজিওগ্রাফি ডাক্তারকে এ সকল সমস্যার জন্য দায়ী সুনির্দিষ্ট রক্তনালিকার পরীক্ষা সম্পর্কে নিশ্চিত হতে সহায়তা করে। এনজিওগ্রাফিতে সাধারণত আলোর প্রতিসরণ কাজে লাগানো হয়। এখানে প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর নির্দিষ্ট রক্তনালীকায় একটি বিশেষ টিউবের মাধ্যমে তরল ডাই প্রবেশ করান। সাধারণত এটি বাহুর মাধ্যমে প্রবেশ করানো হয়। এই তরল পদার্থ যখন রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহিত হতে থাকে তখন এক্স রশিম ফেলা হয়। এক্সরে এই তরল ভেদ করতে পারে না, আর তাই পর্দায় এর ছবি দেখা যায়। অবশেষে এই তরল পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়।
এনজিওগ্রাফির ঝুকি অন্যান্য পরীক্ষার তুলনায় অনেক কম, তবে নিমেণাক্ত বিষয়গুলোতে ঝুঁকি হতে পারে।
(i) যেখানে ইনজেকশন দেয়া হয়েছে সেখান থেকে রক্তপাত বা ইনজেকশনের জায়গায় ব্যাথা হতে পারে।
(ii) যে নরম টিউবের মাধ্যমে ‘‘ডাই’’ প্রবেশ করানো হয় তা রক্তনালীকে ক্ষতিগ্রস্থ করতে পারে এবং ‘‘ডাই’’ এর ফলে এলার্জি সৃষ্টি হতে পারে।
(iii) ডায়রেটিস রোগিদের ক্ষেত্রে কখনো কখনো এটি কিডনির ক্ষতিসাধন করতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions