এপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে
ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক বা এপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। যেমন: এমএস ওয়ার্ড হলো একটি এপ্লিকেশন সফটওয়্যার।
এপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার এপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা ব্যবহারকারীকে দৈনন্দিন কাজ সম্পাদনে সহায়তা করে। এপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে। একে এপ্লিকেশন বা অ্যাপ (app) নামে ডাকা হয়। কম্পিউটার এপ্লিকেশন তাই অপারেটিং সিস্টেম, সিস্টেম ইউটিলিটি, প্রোগ্রামিং ভাষা, ইত্যাদির চেয়ে আলাদা। এপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্স্ট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়। উদাহরণ হতে পারে একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া পেস্নয়ার ইত্যাদি। ইদানিং দেখা যায় অনেকগুলো এপ্লিকেশন সফটওয়্যার একত্র করে প্যাকেজ আকারে বিতরণ করা হয়। এগুলোকে সাধারণত এপ্লিকেশন সুইট (application suite) নামে ডাকা হয়, যেমন: মাইক্রোসফট অফিস, ওপেন অফিস অর্গ ইত্যাদি।
এপ্লিকেশন সফটওয়্যার যে কম্পিউটার পস্ন্যাটফর্মে ব্যবহার করা হয় তা তার উপযোগী করে বানানো হয় যাতে সেটা পস্ন্যাটফর্মের সাথে সহজে কাজ করতে পারে। এর অন্য উদ্দেশ্য হলো পস্ন্যাটফর্মের কাজ করার ক্ষমতা ব্যবহার করে অথবা ঐ পস্ন্যাটফর্মের সিস্টেম সফটওয়্যারের ক্ষমতা ব্যবহার করে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করা। কিছু কিছু সফটওয়্যার বিভিন্ন পস্ন্যাটফর্মে ব্যবহার উপযোগী করে বানানো হয়। যেমন: মাইক্রোসফটের মাইক্রোসফট অফিস।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions