ওরাকল কোন ধরনের প্রোগ্রাম
উত্তর: ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম।
বর্তমানে জনপ্রিয় ডটাবেজগুলোর মধ্যে ওরাকল অন্যতম। স্বতন্ত্র অবস্থান থাকায় বর্তমান বিশেব সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ডটাবেজ সফটওয়্যার ওরাকল। এখনও পর্যন্ত আইবিএমের ডিবি ব্যতীত ওরাকলের তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে এসকিউএল সার্ভার এবং মাইএসকিউএল এর বেশ জনপ্রিয়তা থাকলেও বড় ডাটাবেজ সমৃদ্ধ প্রতিষ্ঠানগুলো ওরাকলের উপর নির্ভরশীল। ওরাকল এর উপর নির্ভরশীল হবার কারণ হিসেবে রয়েছে ওরাকলের শক্তিশালী ইন্টার্নাল সিকিউরিটি এবং বড় ডাটাবেজ হ্যান্ডেল করার ক্ষমতা। বর্তমানে প্রচলিত ওরাকলের বেশ কয়েকটি ভার্সন রয়েছে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions