Home » » বিপরীত শব্দ

বিপরীত শব্দ

বিপরীত শব্দ

পৃথিবীর সব ভাষাতেই এমন অনেক শব্দ আছে যা একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। আমাদের বাংলা ভাষায়ও এরূপ অনেক শব্দ আছে যা প্রচলিত একটি শব্দের উল্টো বা বিপরীত অর্থ প্রকাশ করে। প্রতিটি শব্দেরই একটি বিশেষ অর্থ থাকে, যদিও বাক্যে ব্যবহারের ক্ষেত্রে সে অর্থেরও ভিন্নতা থাকতে পারে। ভাষার ব্যবহারে এমন অনেক শব্দ আসে যার সম্পূর্ণ ভিন্ন বা বিপরীত একটি অর্থ রয়েছে। অর্থের দিক থেকে সম্পূর্ণ বিপরীত বা ভিন্ন এই শব্দটিই ঐ মূল শব্দের বিপরীতার্থক শব্দ। ভাষার সৌন্দর্যবিধান ও ভাবপ্রকাশের বাহন হিসেবে অত্যাবশ্যকীয়ভাবেই এটি এসে পড়ে।

আমাদের দৈনন্দিন জীবনে ভাষার ব্যবহারে এর গুরুত্ব অপরিসীম। দক্ষতার সঙ্গে ভাষার ব্যবহার ও শিক্ষার্থীর শব্দসম্ভার বৃদ্ধির জন্য বিপরীতার্থক শব্দ জানা আবশ্যক। বিপরীতার্থক শব্দের ব্যবহার করতে জানলে মনের ভাব অনেকক্ষেত্রে প্রাঞ্জলভাবে প্রকাশ করা সম্ভব।

বিপরীতার্থক শব্দ বিভিন্নভাবে গঠিত হতে পারে-

ক. উপসর্গযোগে : শব্দের পূর্বে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে বিপরীতার্থক শব্দ গঠিত হতে পারে। সাধারণত অ, অন, অনা, অপ, অব, দুর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গ শব্দের পূর্বে বসে প্রায়ই না-বাচক বা নিষেধবোধক অর্থ প্রকাশ করে। যেমন : কাজ- অকাজ, ইচ্ছা- অনিচ্ছা, আগ্রহ- অনাগ্রহ, যশ- অপযশ, রোগ- নীরোগ, পথ- বিপথ প্রভৃতি।

খ. ভিন্ন শব্দের মাধ্যমে : মূল শব্দের সঙ্গে মিল না রেখে সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ দ্বারা বিপরীতার্থক শব্দ গঠিত হতে পারে। যেমন : অগ্র- পশ্চাৎ, আয়- ব্যয়, উষ্ণ- শীতল, জ্যোৎসণা- অন্ধকার, স্বর্গ- নরক, হাল্কা- ভারি প্রভৃতি।

গ. শব্দের পরে কিছু যুক্ত হয়ে : মূল শব্দের পরে কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে বিপরীতার্থক শব্দ গঠিত হতে পারে। সাধারণত কোনো শব্দের শেষে হারা, হীন, বিহীন, শূন্য প্রভৃতি যুক্ত হয়ে মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন : চরিত্রবান- চরিত্রহীন, প্রতিভাশালী- প্রতিভাহীন, সমৃদ্ধিশালী- সমৃদ্ধিহীন, রোগ- রোগহীন, বন্ধন- বন্ধনহারা প্রভৃতি।

নিচে বিপরীতার্থক শব্দের সংক্ষেপ্ত একটি তালিকা দেয়া হলো-

উদার- সংকীর্ণ
গৌরব- লাঘব
গভীর- অগভীর
খুশি- অখুশি
প্রাচীন- নব্য, নবীন
স্থির- চঞ্চল
সরল- কুটিল
উদার- সংকীর্ণ
তিমির- আলো
মনীষা- নির্বোধ
গুপ্ত- ব্যক্ত
নন্দিত- নিন্দিত
আকস্মিক- চিরন্তন
খুব- অল্প
খাতক- মহাজন
গ্রহণ- বর্জন

অগ্র- পশ্চাৎ  
অম্ল- মধুর  
অনুকূল- প্রতিকূল
অন্তর- বাহির
অধম- উত্তম
অলস- পরিশ্রমী
অজ্ঞান- সজ্ঞান
অমর- মর
অর্পণ- গ্রহণ
অনুরক্ত- বিরক্ত
আকাশ- পাতাল
আসল- নকল
আয়- ব্যয়
আলোক- অন্ধকার
আবির্ভাব- তিরোভাব
আবির্ভূত- তিরোহিত
আগে- পিছে
আকুঞ্চন- প্রসারণ
আবৃত- অনাবৃত
আমদানি- রপ্তানি
আবশ্যক- অনাবশ্যক
আস্তিক- নাস্তিক
আদি- অন্ত
আদিম- অন্তিম
আদান- প্রদান
আগমন- নির্গমন/প্রস্থান
আকর্ষণ- বিকর্ষণ
আঁঠি- শাঁস
আস্থা- অনাস্থা
আহার- অনাহার
আরোহণ- অবরোহণ
আত্মীয়- অনাত্মীয়
আশা- নিরাশা
আহার- অনাহার
আবিল- অনাবিল
আদ্র- অনার্দ্র
আসামী- ফরিয়াদী
আকস্মিক- চিরন্তন
ইহকাল- পরকাল
ইষ্ট- অনিষ্ট
ইচ্ছা- অনিচ্ছা
ইতর- ভদ্র
ইতি- আদি
ইহলোক- পরলোক
ইচ্ছুক- অনিচ্ছুক
ইতিবাচক- নেতিবাচক
ইদানীন্তন- তদানীন্তন
ইহলৌকিক- পারলৌকিক
ঈর্ষা- প্রীতি
ঈমান- বেঈমান
ঈষৎ- অধিক
ঈশান- নৈর্ঋত
ঈদৃশ- তাদৃশ
উদয়- অস্ত
উচিত- অনুচিত
উত্থান- পতন
উর্বর- অনুর্বর
উন্নতি- অবনতি
উৎকর্ষ- অপকর্ষ
উত্তপ্ত- শীতল
উষ্ণ- শীতল
উদ্ধত- বিনীত
উগ্র- সৌম্য/নম্র
উদার- সংকীর্ণ
উত্তর- দক্ষিণ
উদ্ভাসিত- ম্রিয়মান
উৎসাহ- নিরুৎসাহ
উজাড়- ভরপুর
উৎকৃষ্ট- নিকৃষ্ট
উজ্জ্বল- অনুজ্জ্বল
উজান- ভাটি
উর্বর- অনুর্বর
উখ- অনুল্লেখ
উপকারিতা- অপকারিতা
উপচিকীর্ষা- অপচিকীর্ষা
উন্মীলন- নির্মীলন
উন্মুখ- বিমুখ
উন্নতি- অবনতি
উদার- সংকীর্ণ
উপস্থিত- অনুপস্থিত
উতরানো- তলানো
উড়ন্ত- পড়ন্ত
উদ্বৃত্ত- ঘাটতি
উত্থিত- পতিত
উত্তরায়ন- দক্ষিণায়ন
উৎরাই- চড়াই
উদ্বিগ্ন- নিরুদ্বিগ্ন
ঊষর- ঊর্বর
ঊর্ধ্ব- অধঃ
ঊষা- সন্ধ্যা
ঊর্ধ্বগামী- নিম্নগামী
ঊর্ধ্বতন- অধস্তন
ঊর্ধ্বগতি- অধোগতি
ঊহ্য- স্পষ্ট
ঋজু- বক্র
একতা- বিচ্ছিন্নতা
এক- অনেক
এঁড়ে- বকনা
একাল- সেকাল
একূল- ওকূল
এদিক- ওদিক
ঐহিক- পারত্রিক
ঐক্য- বিভেদ/অনৈক
ঐচ্ছিক- আবশ্যিক
ঐশ্বর্য- দারিদ্র্য
ঐতিহাসিক- অনৈতিহাসিক
ঐকমত্য- মতভেদ
ওসত্মাদ- সাগরেদ
ঔদার্য- কার্পণ্য
ঔদ্ধত্য- বিনয়
ঔচিত্য- অনৌচিত্য
ঔজ্জ্বল্য- ম্লানিমা
কঠিন- কোমল/তরল
কড়ি- কড়িশূন্য
কনিষ্ঠ- জ্যেষ্ঠ
কপট- অকপট/সরল
কৃতজ্ঞ- অকৃতজ্ঞ/কৃতঘ্ন
কুৎসা- প্রশংসা
কুৎসিত- সুন্দর
ক্রন্দন- হাস্য
কাপুরুষ- বীরপুরুষ
কোমল- কঠিন/কর্কশ
কৃষ্ণ- শুভ্র
কৃশ- স্থূল
কৃশকায়- স্থূলকায়
কুটিল- সরল
কল্পনা- বাস্তব
কল্যাণ- অকল্যাণ
কাজ- বিশ্রাম
কার্যকর- অকার্যকর
কুমেরু- সুমেরু
কুরুচি- সুরুচি
কুশিক্ষা- সুশিক্ষা
কেলেঙ্কারি- সুনাম
কু- সু
কৃত্রিম- স্বাভাবিক
ক্ষীণ- পুষ্ট
ক্ষয়িষ্ণু- বর্ধিষ্ণু
ক্ষিপ্ত- শান্ত
ক্ষয়- বৃদ্ধি
ক্ষীয়মাণ- বর্ধমান
ক্ষুদ্র- বৃহৎ
ক্ষতি- লাভ
খিড়কি- সিংহদার
গ্রাম্য- নাগরিক
গ্রহণ- বর্জন
প্রশংসা- নিন্দা
খুঁত- নিখুঁত
খ- অখ-
খুব- অল্প
খাতক- মহাজন
খ্যাতি- অখ্যাতি
খ্যাত- অখ্যাত
খোঁজ- নিখোঁজ
খুশি- অখুশি
খাদ্য- অখাদ্য
খরিদ- বিক্রয়
গরল- অমৃত
গৌণ- মুখ্য
গ্রাম্য- শহুরে/বন্য
গৌরব- লাঘব
গরিষ্ঠ- লঘিষ্ঠ
গ্রহণ- বর্জন
গুরু- লঘু
গুণ- দোষ
গুরু- শিষ্য
গোপনীয়- প্রকাশ্য
গাঢ়- পাতলা
গোপন- প্রকাশ
গৃহী- সন্ন্যাসী
গণ্য- নগণ্য
গ্রহীতা- দাতা
গুপ্ত ব্যক্ত
গ্রাহ্য- অগ্রাহ্য
গতি- স্থিতি
গভীর- অগভীর
ঘন- তরল
ঘুমন্ত- জাগ্রত
ঘাটতি- বাড়তি
ঘর- বার
ঘাত- প্রতিঘাত
ঘরোয়া- বাহির
ঘাট- অঘাট
চড়াই- উৎরাই
চ্যুত- অচ্যুত
চঞ্চল- স্থির/অবিচল
চেতন- অবচেতন
চপল- গম্ভীর
চোর- সাধু
চতুর- বোকা
চোখা- ভোঁতা
চলতি- সাধু
চিরায়ত- সাময়িক
চাক্ষুষ- অগোচর
চিরন্তন- ক্ষণকালীন
চিন্তনীয়- অচিন্তনীয়
চালু- অচল
ছায়া- কায়া
ছাত্র- শিক্ষক
ছটফটে- শান্ত
ছোকড়া- বুড়ো
জয়- পরাজয়
জানা- অজানা
জন্ম- মৃত্যু
জনাকীর্ণ- জনবিরল
জীবন- মরণ
জাগরণ- নিদ্রা
জটিল- সরল
জ্যেষ্ঠা- কনিষ্ঠা
জাগ্রত- সুপ্ত/ঘুমন্ত
জ্বলন্ত- নিভন্ত
জলে- স্থলে
জিন্দা- মুর্দা
জ্ঞাতসারে- অজ্ঞাতসারে
জ্যোৎস্না- অমাবস্যা
জোয়ার- ভাটা
জৈব- অজৈব
জীবিত- মৃত
জাল- আসল
জাতীয়- বিজাতীয়
ঝুনা- কাঁচা
ঝানু- অদক্ষ
ঝগড়া- ভাব
টক- মিষ্টি
টাটকা- বাসি
ঠিক- বেঠিক
ঠা-া- গরম
ঠুনকো- মজবুত
ডুবন্ত- ভাসন্ত
ডাগর- ছোট
ডুবা- ভাসা
তাপ- শৈত্য
তেজ- নিসেত্মজ
তরল- কঠিন
তরুণ- বৃদ্ধ
তীক্ষ্ণ- ভোতা
তখন- এখন
তিরস্কার- পুরস্কার
তিক্ত- মধুর
ত্যাজ্য- গ্রাহ্য
তীব্র- লঘু
ত্বরিত- শস্নথ
তদীয়- মদীয়
তুষ্ট- রুষ্ট
তন্ময়- মন্ময়
তৃপ্ত- অতৃপ্ত
তপ্ত- শীতল
তেজি- মন্দা
তস্কর- সাধু
তিমির- আলো
থামা- শুরু
থৈ- অথৈ
দুর্বল- সবল
দাতা- গ্রহীতা
দিবা- নিশি
দুষ্কৃত- সুকৃত
দয়ালু- নিষ্ঠুর
দোষী- নির্দোষী
দরদি- বেদরদি
দৃঢ়- শিথিল
দ্যুলোক- ভূলোক
দ্বৈত- অদ্বৈত
দ্বিধা- নির্দ্বিধা
দখল- বেদখল
দুর্দিন- সুদিন
দুর্জন- সুজন
দুর্গম- সুগম
দুরন্ত- শান্ত
দেশি- বিদেশি
দৃশ্য- অদৃশ্য
দুঃশীল- সুশীল
দীর্ঘায়ু- স্বল্পায়ু
দিক- বিদিক
দাস- প্রভু
ধনবান- ধনহীন
ধরা- মরা
ধনিক- শ্রমিক
ধনী- গরিব
ধনাত্মক- ঋণাত্মক
ধবল- শ্যামল
ধৃত- মুক্ত
ধূর্ত- বোকা
ধীর- অধীর
ধারালো- ভোঁতা
ধর্ম- অধর্ম
নিমগ্ন- উদাসীন
নেতিবাচক- ইতিবাচক
নন্দিত- নিন্দিত
নির্দয়- সদয়
নব- পুরাতন
নশ্বর- অবিনশ্বর
নির্মল- পঙ্কিল
নিষেধ- বিধি
নিদ্রিত- জাগ্রত
নীরস- সরস
নিরত- বিরত
নিশ্চয়তা- অনিশ্চয়তা
নির্লজ্জ- সলজ্জ
নির্দেশক- অনির্দেশক
নিরাশ্রয়- সাশ্রয়
নিরপেক্ষ- সাপেক্ষ
নিরাকার- সাকার
নিন্দা- প্রশংসা
নিচেষ্ট- সচেষ্ট
নিরাশা- আশা
নর- নারী
পাপ- পুণ্য
প--ত- মূর্খ
প্রবল- দুর্বল
প্রবীণ- নবীন
প্রশস্ত- সংকীর্ণ
প্রকৃতি- বিকৃতি
প্রভু- ভৃত্য
প্রস্থান- আগমন
প্রচছন্ন- ব্যক্ত
প্রকাশ- গোপন
প্রসারণ- সংকোচন
পরকাল- ইহকাল
পুষ্ট- ক্ষীণ
প্রত্যর্থী- অর্থী
প্রাচীন- নব্য, নবীন
প্রসন্ন- বিষণ্ণ
প্রীতিকর- অপ্রীতিকর
প্রারম্ভ- শেষ
প্রাচ্য- পাশ্চাত্য
প্রতিকূল- অনুকূল
প্রশ্বাস- নিঃশ্বাস
প্রশংসা- নিন্দা
প্রশান্ত- অশান্ত
প্রবাসী- স্বদেশি
প্রাচী- প্রতীচী
পুরস্কার- তিরস্কার
পুণ্যবান- পুণ্যহীন
পরিশোধিত- অপরিশোধিত
প্রকৃত- অপ্রকৃত
প্রশান্তি- অশান্তি
পূর্ববর্তী- পরবর্তী
প্রফুল্ল- ম্লান
প্রধান- অপ্রধান
প্রত্যক্ষ- পরোক্ষ
প্রতিযোগী- সহযোগী
প্রচুর- স্বল্প
প্রকৃষ্ট- নিকৃষ্ট
পদার্থ- অপদার্থ
পূর্বাহ্ণ- অপরাহ্ণ
পড়া- ওঠা
পরার্থ- স্বার্থ
পক্ষ- বিপক্ষ
পটু- অপটু
ফলবান- নিষ্ফলা
পক্ব- অপক্ব
ফল- অফল
ফলন্ত- নিষ্ফলা
ফাঁপা- নিরেট
ফর্সা- ময়লা
বাদী- বিবাদী
বাচাল- স্বল্পভাষী
বিধি- নিষেধ
বন্য- গৃহপালিত
বরখাস্ত- বহাল
বাদ- প্রতিবাদ
বধূ- বর
বিসত্মৃত- সংক্ষিপ্ত
বিনীত- দুর্বিনীত, উদ্ধত
বিজয়- পরাজয়
বক্তা- শ্রোতা
বন্দনা- গঞ্জনা
বিরল- বহুল
বিয়োগান্ত- মিলনান্ত
বিজ্ঞ- অজ্ঞ
বিদ্বান- মূর্খ
ব্যর্থ- সার্থক
ব্যর্থতা- সার্থকতা
বিরহ- মিলন
বিষাদ- আনন্দ
ব্যক্ত- সুপ্ত
বিলম্বিত- দ্রম্নত
বিপন্ন- নিরাপদ
বিপথ- সুপথ
বিনয়- ঔদ্ধত্য
বিদ্যমান- অন্তর্হিত
বিজন- সজন
বাহুল্য- স্বল্পতা
বাস্তব- কল্পিত
বামপন্থী- ডানপন্থী
বন্ধন- মুক্তি
বাধ্য- অবাধ্য
বাদী- বিবাদী
বাড়তি- কমতি
বহু- কম
বহির্ভূত- অন্তর্ভুত
বন্ধুর- মসৃণ
বিরক্ত- অনুরক্ত
বিশ্রী- সুন্দর
বন্ধন- মুক্ত
ভীরু- নির্ভীক
ভ- সাধু
ভেজাল- খাঁটি
ভয়- সাহস
ভক্তি- অভক্তি
ভাঁটা- জোয়ার
ভাসা- ডোবা
ভোগ- ত্যাগ
ভেদ- অভেদ
ভূস্বামী- ভূমিহীন
ভূমিকা- উপসংহার
ভিন্ন- অভিন্ন
মধুর- তিক্ত
মিত্র- শত্রু
মুখ্য- গৌণ
মিলন- বিরহ
মুক্ত- বন্দি
মৃদু- তীব্র
মনীষা- নির্বোধ
মঙ্গল- অমঙ্গল
মনোযোগ- অমনোযোগ
মনোযোগী- অমনোযোগী
মর্যাদা- অমর্যাদা
মসৃণ- অমসৃণ
মৌখিক- লিখিত
মৌলিক- যৌগিক
মৃদু- প্রবল
মহৎ- নীচ
মিথ্যা- সত্য
মহাজন- খাতক
মহাত্ম্যা- নীচাত্মা
মান্য- অমান্য
মানা- অমানা
মিঠা- তিতা
মিল- অমিল
মূর্ত- বিমূর্ত
মোটা- সরু
মোক্ষ- বন্ধন
যশ- কলঙ্ক
যোগ্য- অযোগ্য
যান্ত্রিক- প্রাকৃতিক
যত্ন- অযত্ন
যৌথ- একক
যুদ্ধ- শান্তি
যুগল- একক
যাওয়া- আসা
যশ- অপযশ
যাজক- বিয়োজক
রব- নীরব
রাগ- বিরাগ
রিক্ত- পূর্ণ
রাজা- প্রজা
রুগ্ন- সুস্থ
রুদ্ধ- মুক্ত
রত- বিরত
রানী- রাজা
রোদ- বৃষ্টি
রুষ্ট- তুষ্ট
রাজি- নারাজ
রসিক- বেরসিক
রক্ষক- ভক্ষক
লঘু- গুরু
লেন- দেন
লঘিষ্ঠ- গরিষ্ঠ
লাল- কালো
লম্ব- তির্যক
লক্ষ্মী- অলক্ষ্মী
লাজুক- নির্লজ্জ
লব- হর
লিপ্সা- বিরাগ
লওয়া- দেওয়া
লৌকিক- অলৌকিক
লোভী- নির্লোভ
শিষ্ট- অশিষ্ট
শীতল- উষ্ণ
শত্রম্ন- মিত্র
শৈত্য- উত্তাপ
শোক- হর্ষ/আনন্দ
শুভ অশুভ
শূন্য- পূর্ণ
শীঘ্র বিলম্ব
শ্রম- বিশ্রাম
শ্বাস- নিঃশ্বাস
শোভন- অশোভন
শুচি- অশুচি
শীত- গ্রীষ্ম
শান্তি- অশান্তি
শালীন- অশালীন
শারীরিক- মানসিক
শায়িত- উত্থিত
শঠ- সাধু
শর্বরী- দিবস
শ্রীযুক্ত- শ্রীহীন
শাসক- শাসিত
ষাঁড়- ষাঁড়
সিক্ত- শুষ্ক
স্থাবর- অস্থাবর
সকর্মক- অকর্মক
সংক্ষেপ- বিস্তর
সুষম- অসম
সাধু- তস্কর
সুখ্যাতি- কুখ্যাতি
স্মৃতি- বিস্মৃতি
সৃষ্টি- ধ্বংস
স্বতন্ত্র- পরতন্ত্র
স্থির- চঞ্চল
সম্বল- নিঃসম্বল
স্থলভাগ- জলভাগ
স্থাবর- অস্থাবর
স্ত্ততি- নিন্দা
সৌভাগ্যবান- ভাগ্যাহত
সুশ্রী- কুশ্রী
সুলভ- দুর্লভ
সুর- অসুর
সুপ্ত- জাগ্রত
সাকার- নিরাকার
সসীম- অসীম
সরস- নীরস
সরল- কুটিল
সরকারি- বেসরকারি
সুধা- গরল
সুদর্শন- কুদর্শন
সুন্দর- সুৎসিত
সাহসিকতা- ভীরুতা
সাহসী- ভীরু
সার্থক- নিরর্থক
সামনে- পিছনে
সার- অসার
সাবালিকা- নাবালিকা
সাদৃশ্য- বৈসাদৃশ্য
সমাপ্ত- আরম্ভ
সমতল- অসমতল
সম্প্রসারণ- সংকোচন
সরু- মোটা
সদাচার- কদাচার
সদর- অন্দর
সদয়- নির্দয়
সত্য- মিথ্যা
সত্বর- ধীর
সংশ্লেষণ- বিশ্লেষণ
সংহত- বিভক্ত
সংশ্লিষ্ট- বিশ্লিষ্ট
সংযোগ- বিয়োগ
সঞ্চয়- অপচয়
সজ্ঞান- অজ্ঞান
সজীব- নির্জীব
সচছল- অসচ্ছল
সচ্চরিত্র- দুশ্চরিত্র
সংক্ষিপ্ত- বিসত্মৃত
সংকীর্ণ- প্রশস্ত
সংকুচিত- প্রসারিত
স্মরণ- বিস্মরণ
সুগম- দুর্গম
হ্রাস- বৃদ্ধি
হর্ষ- বিষাদ
হুঁশ- বেহুঁশ
ক্ষুদ্র- বৃহৎ
হক- বেহক
হলাহল- অমৃত, সুধা
হাজির- গরহাজির
হৃদ্যতা- শত্রুতা
হিসেবি- বেহিসেবি
হৃদ্য- ঘৃণ্য
হালকা- ভারি
হাল- সাবেক
হিত- অহিত

বিপরীত শব্দের তালিকা pdf


আরও কিছু বিপরীত শব্দ নিম্নে দেয়া হলো:

অর্থ :অনর্থ
অভিজ্ঞ :অনভিজ্ঞ
অনুরক্ত :বিরক্ত
অগ্র :পশ্চাৎ
অনুকূল :প্রতিকূল
অন্তরঙ্গ :বহিরঙ্গ
অত্ম :বেশি
অর্পণ :গ্রহণ
অধম :উত্তম
অলীক :সত্য
আত্মীয় :অনাত্মীয়
আবশ্যক :অনাবশ্যক
আস্থা :অনাস্থা
আসিত্মক :নাসিত্মক
আকর্ষণ :বিকর্ষণ
অতিবৃষ্টি :অনাবৃষ্টি
অজ্ঞ :বিজ্ঞ
অনুরাগ :বিরাগ
অচল :সচল
অন্তর :বাহির
অধমর্ণ :উত্তমর্ণ
অলস :পরিশ্রমী
অনশন :ভোজন
অবনত :উন্নত
আদর :অনাদর
আবিল :অনাবিল
আসল :নকল
আশা :নিরাশা
আকুঞ্জন :প্রসারণ
আপদ :সম্পদ
আগে :পিছে
আপন :পর
শব্দ :বিপরীতার্থক শব্দ
আদি :অন্ত
আমদানি :রপ্তানি
আরম্ভ :শেষ
আবৃত :অনাবৃত
আর্দ্র :শুষ্ক
ইচ্ছা :অনিচ্ছা
ইতর :ভদ্র
ইহলোক :পরলোক
ইতি :শুরু
ঈষৎ :প্রচুর
ওঠা :নামা
ঔদার্য :কার্পণ্য
একতা :বিচ্ছিন্ন
এলোমেলো :গোছালো
উপকার :অপকার
উৎকর্ষ :অপকর্ষ
উচ্চ :নিচ
উদয় :অস্ত
ঊর্ধ্ব :অধ
উদার :সংকীর্ণ
উপস্থিত :অনুপস্থিত
কাজ :অকাজ
কেজো :অকেজো
কোমল :কর্কশ
কনিষ্ঠ :জ্যেষ্ঠ
কুৎসিত :সুন্দর
খুঁত :নিখুঁত
খাঁটি :ভেজাল
খুচরা :পাইকারি
খল :সরল
ক্ষয় :বৃদ্ধি
ক্ষুদ্র :বৃহৎ
গুরু :লঘু
গ্রহণ :বর্জন
গ্রহীতা :দাতা
ঘাটতি :বাড়তি
ঘন :তরল
চেতন :অচেতন
চতুর :বোকা
আদান :প্রদান
এই :ওই
শব্দ :বিপরীতার্থক
আবির্ভাব :তিরোভাব
আয় :ব্যয়
আবশ্যক :অনাবশ্যক
আকাশ :পাতাল
আদি :অন্ত
ইষ্ট :অনিষ্ট
ইদানিং :তদানিং
ইহা :উহা
ঈদৃশ :তদৃশ
উপচয় :অপচয়
ওস্তাদ :সাগরেদ
ঔদ্ধত্য :বিনয়
ঐক্য :অনৈক্য
উন্নত :অবনত
উৎসাহ :নিরুৎসাহ
ঐহিক :পারিত্রিক
উত্থান :পতন
উন্নতি :অবনতি
উষ্ণ :শীতল
উজান :ভাটি
উচিত :অনুচিত
কৃতজ্ঞ :অকৃতজ্ঞ, কৃতঘ্ন
কৃত্রিম :স্বাভাবিক
ক্রয় :বিক্রয়
ক্রন্দন :হাসি
ক্রোধ :ক্ষমা
খোঁজ :নিখোঁজ
খাতক :মহাজন
খোলা :বন্ধ
ক্ষতি :লাভ, বৃদ্ধি
ক্ষমতা :অক্ষমতা
গরিষ্ঠ :লঘিষ্ঠ
গৃহী :সন্ন্যাসী
গৌণ :মূখ্য
গোপন :প্রকাশ্য
ঘাত :প্রতিঘাত
ঘৃণা :শ্রদ্ধা
চেনা :অচেনা
চঞ্চল :স্থির
চোখা :ভোঁতা
ছেলে :মেয়ে
জয় :পরাজয়
জাগরিত :নিদ্রিত
জোয়ার :ভাটা
জ্ঞানী :অজ্ঞান
ঝুনা :কাঁচা
টক :মিষ্ট
ঠান্ডা :গরম
ডোবা :ভাসা
তেজী :নিসেত্মজ
তিক্ত :মধুর
তিমির :আলোক
থাকা :যাওয়া
দিন :রাত
প্রকৃত :অপ্রকৃত
প্রসন্ন :বিষন্ন
ফরসা :ময়লা, কাল
বাদী :বিবাদী
বন্ধু :শত্রু
বর্ধমান :ক্ষীয়মান
বাচাল :স্বল্পভাষী
বেহেশ্ত :দোজখ
ব্যর্থ :সার্থক
বেশি :কম,  
বিজ্ঞ :অজ্ঞ
বিস্তৃত :সংক্ষিষপ্ত
ভিতর :বাহির
ভীরু :নির্ভীক
ভোঁতা :ধারালো
ভদ্র :অভদ্র, ইতর
তরুণ :প্রবীণ
মিত্র :শত্রু
যত্ন :অযত্ন
যুক্ত :বিযুক্ত
রাজা :প্রজা
রুদ্ধ :মুক্ত
লাভ :ক্ষতি, লোকসান
লাল :কালো
লক্ষ্মী :অলক্ষ্মী
শিষ্ট :অশিষ্ট
শ্রদ্ধা :অশ্রদ্ধা
ছোট :বড়
জনম :মৃত্যু
জড় :চেতন
জীবন :মরন
জ্বলন :নির্বাপণ
ঝলমলে :মিটমিটে
টাটকা :বাসি
ঠকা :জেতা
তৃপ্ত :অতৃপ্ত
তাল :বেতাল
ত্যাগ :গ্রহণ
তফাৎ :নিকট
তিরস্কার :পুরস্কার
দাতা :গ্রহীতা
পাকা :কাঁচা
প্রাচীন :নবীন, নব্য
ফলবান :ফলহীন
বিরত :নিরত
বন্ধন :মুক্তি
বর :বৌ
বড় :ছোট
বিরহ :মিলন
বোকা :চালাক
বিদ্বান :মূর্খ
বিরল :বহুল
বিনীত :দুর্বিনীত, অবিনীত
ভয় :সাহস
ভীতু :সাহসী
ভূত :ভবিষ্যৎ
ভেজাল :খাঁটি
মান :অপমান
মৃদু :প্রবল
যশ :অপযশ
যোগ :বিয়োগ
রোগ :নীরোগ
রুগ্ন :সুস্থ, সবল
লঘু :গুরু
লায়েক :নালায়েক
লাজুক :নির্লজ্জ
শান্ত :অশান্ত
শুভ :অশুভ
শীঘ্র :বিলম্ব
শ্রম :বিশ্রাম
সান্ত :অনন্ত
সঞ্চয় :অপচয়
সুকৃত :দুষ্কৃত
সচেষ্ট :নিশ্চেষ্ট
সম্বল :নিঃসম্বল
সাকার :নিরাকার
সুশ্রী :বিশ্রী
সত্য :মিথ্যা
সার্থক :ব্যর্থ
সৃষ্টি :ধ্বংস
স্মৃতি :বিস্মৃতি
স্বতন্ত্র :পরতন্ত্র
স্বাধীন :পরাধীন
স্পষ্ট :অস্পষ্ট
সুধা :বিষ, হলাহল
সন্ধি :বিগ্রহ
স্মরণ :বিস্মরণ
হুঁশ :বেহুঁশ
হরণ :পূরণ
হাসি :কান্না
হিংসা :অহিংসা
দীর্ঘ :হ্রস্ব
দূর :নিকট
দেনা :পাওনা
দু:খ :সুখ
ধার্মিক :পাপিষ্ট, পূণ্যবান
ধনিক :নি:স্ব
নিন্দা :প্রশংসা
নরম :শক্ত
নশ্বর :অবিনশ্বর
নীরস :সরস
প্রভু :ভৃত্য
শোক :হর্ষ
স্থাবর :অস্থাবর, জঙ্গম
সবল :দুর্বল
সুশীল :দুঃশীল
সদয় :নির্দয়
সরস :নীরস
সফল :বিফল
স্মৃতি :বিস্মৃতি
সমষ্টি :ব্যষ্টি
সুন্দর :কুৎসিত
স্থির :অস্থির
স্বকীয় :পরকীয়
স্বর্গ :নরক
সুশীল :দুঃশীল
স্তুতি :নিন্দা
সুগম :দুর্গম
সুখ্যাতি :নিন্দা, কুখ্যাতি
হাল :বেহাল
হার :জিত
হালকা :ভারি
হ্রাস :বৃদ্ধি
হৃদ্য :ঘৃণ্য, কটু
দুষ্ট :শিষ্ট
দেওয়া :নেওয়া
দুর্লভ :সুলভ
দৃঢ় :শিথিল
ধনী :গরিব, নির্ধন
নতুন :পুরাতন
নিদ্রিত :জাগ্রত
নৈসর্গিক :কৃত্রিম
নির্মল :পঙ্কিল
নকল :আসল
পাপ :পুণ্য








































































tags:

বিপরীত শব্দ
বিপরীত শব্দের তালিকা
online বিপরীত শব্দ
বাংলা বিপরীত শব্দ
উদার এর বিপরীত শব্দ
গৌরব এর বিপরীত শব্দ
গভীর বিপরীত শব্দ
খুশি বিপরীত শব্দ
প্রাচীন এর বিপরীত শব্দ
সরল এর বিপরীত শব্দ
উদার এর বিপরীত শব্দ কি
বিপরীত শব্দ লেখ
আলো বিপরীত শব্দ
মনীষা শব্দের বিপরীত অর্থ কি
বিপরীত শব্দ বাংলা
মনীষা এর বিপরীত শব্দ
সরল এর বিপরীত শব্দ কি
নন্দিত এর বিপরীত শব্দ
আকস্মিক এর বিপরীত শব্দ
খুব বিপরীত শব্দ
খাতক এর বিপরীত শব্দ
বিপরীত শব্দের তালিকা pdf
আলো এর বিপরীত শব্দ
বিপরীত শব্দ গ্রহণ

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Basic Computer Course

MS Word
MS Excel
MS PowerPoint
Bangla Typing, English Typing
Email and Internet

Duration: 2 months (4 days a week)
Sun+Mon+Tue+Wed

Course Fee: 4,500/-

Graphic Design Course

Adobe Photoshop
Adobe Illustrator

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 9,000/-

Web Design Course

HTML 5
CSS 3

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 8,500/-

Digital Marketing Course

Facebook, YouTube, Instagram, SEO, Google Ads, Email Marketing

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 15,000/-

Class Time

Morning to Noon

1st Batch: 08:00-09:30 AM

2nd Batch: 09:30-11:00 AM

3rd Batch: 11:00-12:30 PM

4th Batch: 12:30-02:00 PM

Afternoon to Night

5th Batch: 04:00-05:30 PM

6th Batch: 05:30-07:00 PM

7th Batch: 07:00-08:30 PM

8th Batch: 08:30-10:00 PM

Contact:

Alamin Computer Training Center

796, West Kazipara Bus Stand,

West side of Metro Rail Pillar No. 288

Kazipara, Mirpur, Dhaka-1216

Mobile: 01785 474 006

Email: alamincomputer1216@gmail.com

Facebook: www.facebook.com/ac01785474006

Blog: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->