টাস্কবার কাকে বলে
টাস্কবার (Task Bar): ডেস্কটপ উইন্ডোর একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অংশ হচ্ছে টাস্কবার। এটি ডেস্কটপ উইন্ডোর একেবারে নিচে একটি সারিতে অবস্থান করে। টাস্কবারের একবারে বাম পাশে থাকে স্টার্ট (Start) বোতাম। এই বোতামটি হচ্ছে ডেস্কটপ উইন্ডো হতে কম্পিউটারে সরাসরি কোন কাজ শুরু করার প্রথম ধাপ। এই বোতামে মাউস পয়েন্টার রেখে একবার ক্লিক করলে উপরের দিকে একটি মেনু আসে। মাউস পয়েন্টার এই মেনুর যে অংশে থাকে সেই অংশ হাইলাইট হয় এবং হাইলাইট অংশে ক্লিক করলে ঐ অংশের কাজ শুরু হয়। টাস্কবারের প্রোগ্রামকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা যায়। যেমন সব সময় টাস্কবারকে যে কোন প্রোগ্রামের উপর দৃশ্যমান রাখা, টাস্কবার লুকিয়ে রাখা, স্টার্ট মেনুতে ছোট মাপের আইকোন প্রদর্শন করা, টাস্কবারে ঘড়ি দৃশ্যমান করা অথবা লুকিয়ে রাখা ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions