Home » » ফিক্সড ডিপোজিট কি

ফিক্সড ডিপোজিট কি

ফিক্সড ডিপোজিট কি

একটি নির্দিষ্ট মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। একে মেয়াদী হিসাবও ((Term Deposit Account) বলা হয়ে থাকে। সাধারণতঃ ৩ মাস, ৬ মাস, ১২ মাস/১ বছর বা একাধিক বছরের জন্য এ হিসাব খোলা হয়ে থাকে। এটা এক ধরনের চুক্তিভিত্তিক হিসাব। স্থায়ী হিসাবের সময়ভেদে উচ্চহারে লাভ/সুদ প্রদান করা হয়ে থাকে। ব্যাংক এ হিসাবের টাকা লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। সাধারণতঃ মেয়াদপূর্তির আগে এ হিসাবের অর্থ উত্তোলন করা যায় না। তবে কোন কারণে মেয়াদ শেষ হওয়ার পূর্বে টাকা উত্তোলন করলে (ভাঙ্গালে) কম লাভ/সুদ পেয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে ব্যাংক লাভ/সুদ নাও দিতে পারে। এ হিসাবে একবারই টাকা জমা রাখা হয়।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *