ফিক্সড ডিপোজিট কি
একটি নির্দিষ্ট মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। একে মেয়াদী হিসাবও ((Term Deposit Account) বলা হয়ে থাকে। সাধারণতঃ ৩ মাস, ৬ মাস, ১২ মাস/১ বছর বা একাধিক বছরের জন্য এ হিসাব খোলা হয়ে থাকে। এটা এক ধরনের চুক্তিভিত্তিক হিসাব। স্থায়ী হিসাবের সময়ভেদে উচ্চহারে লাভ/সুদ প্রদান করা হয়ে থাকে। ব্যাংক এ হিসাবের টাকা লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। সাধারণতঃ মেয়াদপূর্তির আগে এ হিসাবের অর্থ উত্তোলন করা যায় না। তবে কোন কারণে মেয়াদ শেষ হওয়ার পূর্বে টাকা উত্তোলন করলে (ভাঙ্গালে) কম লাভ/সুদ পেয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে ব্যাংক লাভ/সুদ নাও দিতে পারে। এ হিসাবে একবারই টাকা জমা রাখা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions