Home » » সেভিংস একাউন্ট কি

সেভিংস একাউন্ট কি

সেভিংস একাউন্ট কি

সঞ্চয়ী হিসাব (Savings Account) : সাধারণতঃ সপ্তাহে দু’বারের বেশী যে হিসাব থেকে অর্থ উত্তোলন করা যায় না এবং অতি সামান্য টাকায় যে হিসাব খোলা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। সাধারণতঃ সমাজের স্থির আয়ের লোকজন (চাকুরীজীবি, কৃষক ইত্যাদি) এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা এ হিসাব খুলে থাকেন। এ হিসাবের উদ্দেশ্য জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ। এ ধরনের হিসাব থেকে সপ্তাহে সাধারণতঃ দু’বারের বেশী টাকা তুলতে দেয়া হয় না। এর অধিকবার তুলতে চাইলে ম্যানেজারের অনুমতি নিতে হয়। তবে টাকা জমা দেয়ায় কোন সময়ের বাধ্যবাধকতা নেই। এ হিসাবে অপেক্ষাকৃত কম হারে লাভ/সুদ প্রদান করা হয়। আবার এ হিসাব থেকে ২০,০০০ টাকার বেশী টাকা উত্তোলন করতে হলেও ম্যানেজারের অনুমতির প্রয়োজন হয়। একক বা যৌথ নামে এ হিসাব খোলা যায়।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *