সেল কি
সাধারণত মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের ওয়ার্কশীটের প্রতিটি আয়তকার ছোট ছোট অংশই একটি করে ঘর বা সেল হিসেবে পরিচিত। অর্থাৎ এক্সেল ওয়ার্কশীটের লম্বালম্বি কলাম ও আড়াআড়ি রো এর সমন্বয়ে সৃষ্ট প্রত্যেকটি খোপ খোপ ঘরকে বলা হয় সেল (Cell)। একটি এক্সেল ওয়ার্কশীটে সাধারণত ১৭,১৭৯,৮৬৯,১৮৪ টি সেল বা ঘর থাকে।
অ্যাকটিভ সেল
ডাটা এন্ট্রি করার উপযুক্ত ঘরকে বলা হয় অ্যাকটিভ সেল বা সক্রিয় ঘর। কোন ঘরে বা সেল এ মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে ঐ ঘরটি সক্রিয় হয়। আর কোনো ওয়ার্কশীটের সক্রিয় ঘর নির্দেশ করার জন্য নেম বক্সে সেল এ্যাড্রেস থাকে এবং উক্ত সেল এ চারকোনা কালো বা সবুজ একটি মার্ক থাকে। এটি দেখে বুঝা যায় যে ঘরটি অ্যাকটিভ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions