ডকুমেন্ট ফরম্যাটিং কি
ডকুমেন্ট লেখার সময় কিংবা পরবর্তী সময়ে ডকুমেন্টে মার্জিন ও ইডেন্ট এ্যালাইনমেন্ট, লেখা ছোট-বড়, ইটালিক, আন্ডারলাইন, বোল্ড করা, প্যারাগ্রাফ নাম্বারিং, ইন্ডেন্টেশন ও লাইন স্পেসিং, পেজ সেটআপ, হেডার, ফুটার, পৃষ্ঠা, নাম্বার সংযোজন ইত্যাদি কাজ করাকে ডকুমেন্ট ফরম্যাট করা বুঝায়। মেনুবারের রিবন থেকে প্রয়োজনীয় অপশন বা টুল সিলেক্ট করে ইচ্ছে মতো যেকোনো ডকুমেন্ট ফরমেটিং করা যায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions