কাট কপি পেস্ট এর ব্যবহার
কাট (Cut) করা : ডকুমেনেটর হাইলাইট করা অংশ Ctrl + X কী চেপে অন্যত্র স্থানান্তরের জন্য কেটে নেয়াকে কাট করা বুঝায়। কাট করা অংশ ক্লিপবোর্ড নামক মেমোরির বিশেষ অংশে অস্থায়ীভাবে জমা থাকে।
কপি (Copy) করা : ডকুমেনেটর হাইলাইট করা অংশ Ctrl + C কী চেপে অন্যত্র স্থানান্তরের জন্য ক্লিপবোর্ডে জমা করে নেয়াকে কপি করা বুঝায়। কপি করা অংশ পূর্বের অবস্থানে অক্ষুন্ন থাকে।
পেস্ট (Paste) করা : ডকুমেনেটর কাট বা কপি করা অংশ Ctrl + V কী চেপে অন্যত্র স্থাপন করাকে পেস্ট করা বুঝায়। পেস্ট করার জন্য আগে কাট বা কপি করা আবশ্যক।
উদাহরণ:
১। প্রথমে যেকোনো একটি ডকুমেন্ট ওপেন করুন।
২। ডকুমেন্টের যেকোনো লেখা সিলেক্ট করুন।
৩। কপি করতে চাইলে কিবোর্ড থেকে Ctrl+C চাপুন অথবা মাউসের ডান বাটন ক্লিক করে Copy লেখাতে ক্লিক করুন।
আর কাট করতে চাইলে কিবোর্ড থেকে Ctrl+X চাপুন অথবা মাউসের ডান বাটন ক্লিক করে Cut লেখাতে ক্লিক করুন।
৪। যেখানে লেখা বসাতে চান সেখানে মাউসের ডান বাটন ক্লিক করে Paste চাপুন বা কিবোর্ড থেকে Ctrl+V চাপুন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions