ডিরেক্টরি কি
ডিরেক্টরি বা ফোল্ডারসমূহ ড্রাইভের অন্যতম উপাদান। প্রতিটি ড্রাইভে সাধারণত এক বা একাধিক ডিরেক্টরি বা ফোল্ডার থাকে। তবে একই নামে একটির বেশি ডিরেক্টরি থাকতে পারে না। ড্রাইভে ফাইলগুলো সরাসরি ছড়িয়ে ছিটিয়ে না রেখে ডিরেক্টরির মধ্যে রাখা হয়। ফলে সেগুলো খুঁজে পাওয়া সহজ হয় এবং একটি অন্যটি থেকে পৃথক থাকে। ড্রাইভকে একটি আলমিরার সথে তুলনা করলে ডিরেক্টরি হবে এক একটি ড্রয়ার।
সাবডিরেক্টরি বা সাবফোল্ডারঃ একটি ডিরেক্টরির মধ্যে অপর কোন ডিরেক্টরি থাকলে মধ্যবর্তী ডিরেক্টরিকে সাবডিরেক্টরি বা উপডিরেক্টরি বলা হয়। সাবডিরেক্টরি অপর এক বা একাধিক সাবডিরেক্টরি ধারণ করতে পারে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions