হার্ডডিস্ক ড্রাইভ কি
হার্ডডিস্ক ড্রাইভ হলো কম্পিউটারের সহায়ক মেমোরি, যা বিভিন্ন ভাগ বা পার্টিশনে এক একটি খন্ড খন্ড স্টোরেজ হিসেবে থাকে। আর এ খন্ড খন্ড স্টোরেজ নির্দেশকগুলো হলো ড্রাইভ আইকন, যাকে বলে লোকাল ডিস্ক। এই ডিস্ক ড্রাইভগুলো C, D, E ইত্যাদি নামে থাকে। ডেস্কটপের This PC আইকনে ডাবল ক্লিক করলে কার্যকরী ড্রাইভগুলোর তালিকা দেখা যায়। ড্রাইভের মধ্যে ডিরেক্টরি বা ফোল্ডার এবং বিভিন্ন ধরনের ফাইল থাকে। কম্পিউটারে হার্ড ড্রাইভ ছাড়াও সিডি ড্রাইভ ও অন্যান্য ড্রাইভ থাকতে পারে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions