কন্ট্রোল স্টেটমেন্ট কি
কনেট্রাল স্টেটমেন্ট (Control Statement)
সি প্রোগ্রামে নির্দেশগুলো সাধারণত: সরল অনুক্রমে নির্বাহ হয় অর্থাৎ প্রোগ্রামে বর্ণিত স্টেটমেন্ট অনুযায়ী নির্দেশগুলো ধারাবাহিকভাবে নির্বাহ হয়। কিন্তু, কোনো কোনো সময় এ অনুক্রমের ব্যত্যয় ঘটিয়েও কোনো শর্ত সাপেক্ষে বা ফলাফলের ভিত্তিতে অপর কোনো স্টেটমেনেটর ভিত্তিতে প্রোগ্রাম নির্বাহ করা দরকার হয়। এ জন্য বিভিন্ন কনেট্রাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়।
সি প্রোগ্রামে দুই ধরণের কনেট্রাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যথা -
১. কন্ডিশনাল কনেট্রাল স্টেটমেন্ট (Conditional Control Statement)
২. লুপ কনেট্রাল স্টেটমেন্ট (Loop Control Statement)

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions