ডাটা টাইপ কি
সি প্রোগ্রামে ডাটা টাইপ হলো অনেকগুলো ডাটার এমন একটা সেট যেখানে ডাটাগুলোর কিছু নির্দিষ্ট মান, সাইজ এবং বৈশিষ্ট্য থাকা আবশ্যক। একটি ডাটাবেজ তৈরি করতে হলে প্রোগ্রামের শুরুতে ডাটাটি কোন্ ধরণের হবে তা বলে দিতে হয় অর্থাৎ ‘ডাটাটাইপ’ (Data Type) ঘোষণা করতে হয়। কোনো সুনির্দিষ্ট অপারেশন সম্পাদন ও ডাটা স্টোরেজের জন্য সি প্রোগ্রামে এ জাতীয় ‘ডাটাটাইপ’ ব্যবহৃত হয়। ভেরিয়েবলের মান, সাইজ, ধ্রম্নবক (Constant), এ্যারে (Array) ইত্যাদিকে ‘ডাটাটাইপ’ দ্বারা নির্ধারণ করা হয়। সি প্রোগ্রামে ব্যবহৃত মৌলিক ডাটাটাইপগুলো হচ্ছে: ক্যারেক্টার (char), ইন্টিজার বা পূর্ণ সংখ্যা (int), ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ (float)।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions