ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ কি
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ কি এর প্রধান কাজগুলো নিম্নরূপ-
১. চাহিদা অনুযায়ী ব্যবহারকারীর জন্য ডেটাবেজ তৈরি করা;
২. ডেটাকে সুশৃংঙ্খল এবং যৌক্তিক উপায়ে সংরক্ষণ করা;
৩. প্রয়োজন অনুযায়ী ডেটাবেজে নতুন নতুন টেবিল যুক্ত করে এর মধ্যে নতুন নতুন ডেটা, রেকর্ড ইত্যাদি সংযুক্ত করা এবং অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলা;
৪. প্রয়োজন অনুযায়ী ডেটার ভুল অনুসন্ধান ও সংশোধন করা;
৫. প্রয়োজন অনুযায়ী রেকর্ডসমূহকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে সংখ্যানুক্রমিক, বর্ণানুক্রমিক বা অন্য কোনোভাবে সাজানো;
৬. একসাথে বহু ব্যবহারকারীকে ডেটা অ্যাকসেস করতে দেওয়ার সুযোগ তৈরি করা;
৭. ডেটা রিডানডেন্সি (Redundancy) বা বাহুল্যতা রোধ করা;
৮. ডেটাবেজ ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করা অর্থাৎ অনুমোদন ব্যতীত ডেটাবেজের অ্যাকসেস রোধ করা;
৯. ডেটার নিরাপত্তা তৈরি করা;
১০. প্রয়োজন অনুযায়ী ডেটাবেজের ডেটা প্রিন্ট করা।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions