ডিজিটাল সিগন্যাল কি
ডিজিটাল সিগনাল একটি পৃথক তরঙ্গরূপ, যা ডাটা কোডেডকে দুটি পৃথক অবস্থা যথা- ১ বিট এবং ০ বিটসে স্থানান্তরিত করে যা বৈদ্যুতিক নাড়ির অন-অফকে প্রকাশিত করে। যা হোক, যদি রীতিগত টেলিফোন নেটওয়ার্ক এ্যানালগ সিগনাল চালানোর জন্য স্থাপন করা হয়, তাহলে ডিজিটাল সিগনাল কোনো তৎপরতা ছাড়া চালানো যায় না। এ্যানালগ সিস্টেমে স্থানান্তর করার পূর্বে সব ডিজিটাল সিগনালকে এ্যানালগ সিগনালে অনুবাদ করতে হবে। যে ডিভাইস অনুবাদের এ কাজ সম্পাদন করে তাকে মডেম (MODEM) বলে। (মডেমের সম্পূর্ণ নাম হচ্ছে MOdulation/DEModulation)। মডেম সাধারণ টেলিফোন লাইনের মাধ্যমে স্থানান্তরের জন্য কম্পিউটারের ডিজিটাল সিগনালকে এ্যানালগরূপে অনুবাদ করে, অথবা কম্পিউটার দিয়ে সিগনাল গ্রহণের জন্য এ্যানালগ সিগনালকে ডিজিটালরূপে অনুবাদ করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions