এনালগ সিগন্যাল কাকে বলে
টেলিকমিউনিকেশন সিস্টেমের মধ্য দিয়ে তথ্য ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল রূপে চলাচল করে। সিগনাল দুভাবে প্রকাশ করা হয়। যথা- এ্যানালগ এবং ডিজিটাল।
এ্যানালগ সিগনাল:
এ্যানালগ সিগনাল হচ্ছে অবিরাম তরঙ্গরূপে প্রকাশিত হওয়া সিগন্যাল, যা একটি যোগাযোগের মাধ্যম দিয়ে প্রবাহিত হয়। এ্যানালগ সিগনাল ভয়েজ কমিউনিকেশনকে পরিচালনা করার জন্য ও বিভিন্ন ধরনের পিচকে প্রতিফলিত করার জন্য ব্যবহৃত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions