ইনফরমেশন সুপার হাইওয়ে কি
ইনফরমেশন সুপার হাইওয়ে হচ্ছে উচ্চ গতির ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্কের বিশাল ওয়েব যা দপ্তর এবং বাড়িতে তথ্য, শিক্ষা এবং চিত্তবিনোদনের সেবা বিতরণ করে। নেটওয়ার্কটি প্রধান পথকে অন্তর্ভুক্তি করে যা নির্দিষ্ট প্রতিষ্ঠান অথবা একগুচ্ছ প্রতিষ্ঠান, যথা: ব্যবসায় প্রতিষ্ঠানের সদস্যের ব্যবহারে সীমাবদ্ধ না হয়ে জাতীয়ভাবে অথবা সমগ্র বিশ্বের সাধারণ মানুষের দ্বারা গ্রহণযোগ্য।
কিছু গবেষণাকারী বিশ্বাস করেন যে, ইনফরমেশন হাইওয়ে অতীতে রেলপথ ও বিভিন্ন রাজপথকে যেভাবে প্রভাবিত করেছিল সেভাবে একুশ শতকে অর্থনৈতিক এবং সামাজিক জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে। ইনফরমেশন হাইওয়ের ধারণাটি ব্যাপক ও মূল্যবান, যা প্রকৃতপক্ষে সময় ও জায়গার বাধাকে অতিক্রম করে তথ্যকে সংগ্রহ ও বণ্টনের জন্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে নতুন পথ দেখায়। ইলেকট্রনিক কমার্স ও ইলেকট্রনিক ব্যবসায়ের জন্য এ নতুন সুপার হাইওয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ইনফরমেশন সুপার হাইওয়ের সবচেয়ে পরিচিত এবং সহজে বৃহৎ কার্য সম্পাদনকারী মাধ্যম হচ্ছে ইন্টারনেট।
ইনফরমেশন সুপার হাইওয়ের আরেকটি ধারণা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সরকার দ্বারা প্রসত্মাবিত জাতীয় কম্পিউটিং নেটওয়ার্ক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions