ফটোশপ লেয়ার কি
লেয়ার কি এবং কেন ব্যবহার করা হয়?
লেয়ার হচ্ছে ফটোশপের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মূলত লেয়ার হচ্ছে ডিজিটাল ডিজাইনার’স ক্যানভাস। লেয়ারের মাধ্যমে আপনি প্রতিটি অবজেক্টকে আলাদা করতে পারবেন এবং কোন অবজেক্টগুলো দৃশ্যমান হবে বা কোন অবজেক্টগুলি দৃশ্যমান হবে না তা নিয়ন্ত্রণ করতে পারবেন। লেয়ার একগুচ্ছ ট্রান্সপারেন্ট সিট যেগুলো একটির উপর আরেকটি রেখে কাজ করা যায়। আপনার ডিজাইনকে সুন্দরভাবে Organize করার জন্য একগুচ্ছ লেয়ারকে আবার একত্রিতও করতে পারবেন। লেয়ারের অপাসিটি (অস্বচছতা) পরিবর্তন করে যে কোন Content কে স্বচ্ছ বা Transparent করা যায়।
অনেকগুলো Image কে Combine করা, ইমেজের মধ্যে vector graphics add করা ও বিভিন্ন shape যোগ করাসহ বিভিন্ন ধরনের কাজ করার জন্য লেয়ার ব্যবহৃত হয়। লেখার স্টাইল ব্যবহার করে ইমেজে বিশেষ ইফেক্ট দেওয়া হয়। ইমেজকে প্রাণবমত্ম করতে লেয়ারের জুড়ি নেই। তাই লেয়ার একটি গুরুত্বপূর্ণ Component। ফটোশপে লেয়ার নিয়ে কাজ করার জন্য লেয়ার প্যানেল রয়েছে।
নতুন লেয়ার তৈরি বা যুক্ত করা
ফটোশপ দিয়ে কাজ করতে হলে লেয়ার সম্পর্কে জানতে হবে। মূলত লেয়ার দিয়েই সব কাজ করা হয়। অর্থাৎ লেয়ারেই সকল অবজেক্টগুলো বিদ্যমান থাকে।
ফটোশপে নতুন লেয়ার তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন :
(১) প্রথমে ফটোশপ চালু করুন। স্ক্রীনের ডান পাশে Layer প্যানেল দেখা না গেলে Window→Layers এ ক্লিক করলে লেয়ার প্যানেলটি চলে আসবে।
(২) প্যানেলের নিচে ‘ create a new layer ’ অপশনে ক্লিক করলে নতুন একটি লেয়ার তৈরি অথবা বিদ্যমান লেয়ারের উপরে নতুন আরেকটি লেয়ার যুক্ত হবে।
(৩) স্ক্রীনের ডান পাশে Layer এর প্যানেলটি খেয়াল করম্নন, background নামে একটি লেয়ার তৈরি রয়েছে। এই লেয়ারটি এডিট করা যাবে না।
(৪) এই background নামের লেয়ারকে মডিফাই বা এডিট করতে চাইলে ঐ লেয়ারের উপর ডাবল ক্লিক করুন, একটি New layer ডায়লগ বক্স আসবে। এখানে Name এর ঘরে লেয়ারে নাম লিখে Ok বাটনে ক্লিক করম্নন। এখানে Layer এর নাম দেওয়া হয়েছে Flag।
(৫) এখন লেয়ার প্যানেলের নিচে Create a new layer বাটনে ক্লিক করুন, Layer 1 নামে একটি Layer তৈরি হবে।
(৬) এখন Layer 1 লেখার উপর ডাবল ক্লিক করম্নন এবং এর নাম পরিবর্তন করম্নন। এখানে নাম দেওয়া হয়েছে Circle ।
লেয়ারের ছবি দৃশ্যমান করা ও অদৃশ্য করা
লেয়ারের ছবি দৃশ্যমান করা ও অদৃশ্য করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
(১) পূর্বে আলোচিত ধাপ অনুসরণ করে একটি বা দুটি লেয়ার তৈরি করুন।
(২) এখন Circle Layer select করুন।
(৩) Tool box থেকে foreground color এ ক্লিক করম্নন এবং যে কোন একটি রং পছন্দ করে Ok বাটনে ক্লিক করুন।
(৪) Tool box থেকে Ellipse tool সিলেক্ট করুন এবং একটি বৃত্ত তৈরি করুন। দেখবেন আপনার নির্বাচিত রং এর একটি বৃত্ত তৈরি হয়েছে।
(৫) Rectangle tool নির্বাচন করুন এবং একটি Rectangle তৈরি করুন। এখানে দেখবেন Rectangle তৈরি করার সাথে সাথে Layer প্যানেলে Shape 1 নামে একটি Layer তৈরি হবে। ইচ্ছা করলে আপনি এর নাম পরিবর্তন করে নিতে পারেন।
(৬) অত:পর Layer প্যানেল থেকে Circle layer select করুন এবং ঐ Layer এর বাম পাশে চোখের আইকন বিশিষ্ট আইকনে ক্লিক করুন, দেখবেন তৈরিকৃত Circle অবজেক্টটি অদৃশ্য হয়ে যাবে।
(৭) পুনরায় আবার ঐ Layer এর চোখের আইকন বিশিষ্ট ফাঁকা জায়গায় ক্লিক করুন, Circle টি দৃশ্যমান হবে।
(৮) এভাবে Shape 1 Layer এর চোখের আইকনে ক্লিক করুন, Rectangleটি অদৃশ্য হবে, পুনরায় আবার ক্লিক করুন Rectangle টি দৃশ্যমান হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions