Home » » ই পুর্জি কি

ই পুর্জি কি

ই পুর্জি কি

ই-পুর্জি : দেশের অভ্যন্তরে অবস্থিত চিনিকলসমূহের তথ্য এখন ডিজিটাল পদ্ধতিতে পাওয়া যায়। অর্থাৎ চিনিকলসমূহের তথ্য ইলেকট্রনিক উপায়ে আখচাষি বা অন্যদের কাছে সরবরাহের পদ্ধতিই হলো ই-পুর্জি। আখচাষিরা এই ই-সেবা ব্যবহার করে দেশের ১৫টি চিনিকলের তথ্য এসএমএসের মাধ্যমে পাচ্ছে। ই-পুর্জির মাধ্যমেই আখচাষিরা জানতে পারছে চিনিকলসমূহে কখন আখ সরবরাহ করবে, কখন তাদের কাছ থেকে অনুমতিপত্র গ্রহণ করতে হবে ইত্যাদি। ফলে আখচাষিদের দীর্ঘদিনের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে। পাশাপাশি সঠিক সময়ে আখ সরবরাহের ফলে চিনিকলের উৎপাদনও বাড়ছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*