ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম কি
ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস) :
বাংলাদেশে ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফারের সনাতন সিস্টেম সম্পর্কে কম-বেশি অনেকেই অবগত। এই সনাতন পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ লেনদেনে প্রক্রিয়াটি ছিল সময় সাপেক্ষ ব্যাপার। এই ধরনের সমস্যার সমাধানের জন্য বর্তমানে বাংলাদেশের ডাক বিভাগে চালু হয়েছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস)। এই সিস্টেমের মাধ্যমে দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে দ্রুত ও কম খরচে অর্থ আদান-প্রদান করা যায়। বর্তমানে দেশের প্রায় সকল পোস্ট অফিস ও সাবপোস্ট অফিস থেকে এই ই-সেবার মাধ্যমে সর্বোচ্চ ১ (এক) মিনিটের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠানো সম্ভব।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions