ই স্বাস্থ্য সেবা
ই-স্বাস্থ্যসেবা : মোবাইল ফোনের মাধ্যমে জনগণ এখন সহজেই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতে পাচেছন। এজন্য দেশের সকল সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। দেশের যে কোন নাগরিক এই ই-স্বাস্থ্য সেবার মাধ্যমে যে কোন চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। টেলিমেডিসিন ও ই-হেলথ হচ্ছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান। টেলিমেডিসিন প্রযুক্তিতে ইন্টারনেট সংযোগের সাহায্যে এক হাসপাতালের রোগীরা অন্য হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়াও ভিডিও কনফারেন্সিং এর সাহায্যে রোগীরা দূরে অবস্থানরত বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট হতে স্বাস্থ্য সেবা নিতে পারে। অর্থাৎ টেলিমেডিসিন সেবার মাধ্যমে রোগী শহরে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions