Home » » ইলেকট্রনিক পেমেন্ট কি

ইলেকট্রনিক পেমেন্ট কি

ইলেকট্রনিক পেমেন্ট কি

ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে অর্থের লেনদেনই হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। খুবই কম খরচে কিন্তু দ্রুততার সাথে ভোক্তাকে সর্বোচ্চ সেবা প্রদানে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের বিকল্প নেই। লেনদেনে গতিময়তা আনার লক্ষ্যই এ পদ্ধতির উদ্ভব। ই-কমার্সের পূর্ব শর্ত হচ্ছে সম্পূর্ণ বাণিজ্য ওয়েবের মাধ্যমে সম্পাদনের পাশাপাশি দ্রুত সেবা প্রদান করা। এ পদ্ধতি দ্রুত সেবা প্রদানের জন্য অদ্বিতীয়। এ পদ্ধতিতে দেশের অভ্যন্তরে যেমন ব্যবসায় পরিচালনা করা সম্ভব তেমনি দেশের বাইরেও ব্যবসায় সম্পাদন করা সম্ভব। 

ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতির শ্রেণিবিভাগ

প্রায় ১৯৪০ সালের দিকে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম প্রথা শুরু হয়। এ পদ্ধতির সাথে জড়িত ক্রেডিট কার্ড সিস্টেম চালু হয় এ সময়কালের পর থেকেই। ১৯৭০ সালের দিকে ইলেকট্রনিক লেনদেন পদ্ধতি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নামে পরিচিতি লাভ করে। এ পদ্ধতিটি তথ্য নির্ভর ও অদৃশ্য একটি পদ্ধতি। একে তিনটি ভাগে ভাগ করা যায়।
১. ব্যাংকিং ও আর্থিক লেলদেন,
২. অনলাইন ইলেকট্রনিক পেমেন্ট,
৩. খুচরা লেনদেন।

ব্যাংকিং ও আর্থিক লেনদেন এবং খুচরা লেনদেনের সাথে আমাদের সবারই একটি পরিচয় আছে তাত্ত্বিকভাবে অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে প্রায়শই লেনদেনের কারণে। ই-কমার্স পদ্ধতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্ধতিটি তা হচ্ছে অনলাইন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এ সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকার প্রয়োজন আছে।

আলোচনার সুবিধার্থে আমরা অনলাইন পেমেন্ট সিস্টেমকে দুভাগে ভাগ করে নিতে পারি।

১. টোকেনভিত্তিক ইলেকট্রনিক পেমেন্ট
২. ক্রেডিট কার্ডভিত্তিক ইলেকট্রনিক পেমেন্ট

টোকেনভিত্তিক ইলেকট্রনিক পেমেন্ট: এ পদ্ধতিটি সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর। আমরা সাধারণত যে টাকা পয়সা দেখতে পাই তা দ্বারা এ লেনদেন সম্পাদিত হয় না। ইলেকট্রনিক চেক বা ইলেকট্রনিক টাকার মাধ্যমে এ ধরনের লেনদেন সম্পাদিত হয়। সাধারণত টাকা যেমন ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তেমনি ইলেকট্রনিক টাকা বা চেকও ব্যাংকের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। 

টোকেনভিত্তিক ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমকে আমরা আবার তিনভাগে ভাগ করতে পারি।
    

ক. ইলেকট্রনিক চেক: ক্যাশের পরিবর্তে এ পদ্ধতি ব্যবহার করা হয়। এটা এক ধরনের ক্রেডিট চেক। এ প্রক্রিয়ায় ক্রেতাকে ইলেকট্রনিক চেক লেখার জন্য থার্ড পার্টি এ্যাকাউন্ট সার্ভারে রেজিস্ট্রেশন করতে হয়। এ রেজিস্ট্রেশন অনেকটা ক্রেডিট কার্ড বা এ্যাকাউনেটর ওপর ভিত্তি করে হয়ে থাকে। রেজিস্ট্রেশনের পর ক্রেতা বিক্রেতাকে ইন্টারনেটে ব্যবহৃত বিভিন্ন মাধ্যমে; যেমন- ই মেইল, ইলেকট্রিক চেক পাঠাতে পারে। চেক প্রাপক চেকটির গ্রহণযোগ্যতা ও জমার জন্য তার এ্যাকাউন্ট সার্ভারের মাধ্যমে ব্যাংকে পাঠাবে।

খ. ইলেকট্রনিক ক্যাশ: তাৎক্ষণিকভাবে লেনদেন সম্পাদনের উদ্দেশ্যেই ইলেকট্রনিক ক্যাশের উদ্ভব। ইলেকট্রনিক টাকা পয়সার মাধ্যমে এ লেনদেন সম্পাদিত হয়। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে:
•কাগজে টাকার মতো ইলেকট্রনিক ক্যাশেরও মূল্যমান রয়েছে।
•ইলেকট্রনিক ক্যাশ কম্পিউটার, স্মার্ট কার্ড বা বিশেষ ধরনের ডিভাইসে সংরক্ষণ করা যায়।
•ইলেকট্রনিক ক্যাশ বিশেষ এক ধরনের অনলাইন কারেন্সি সার্ভার বা ব্যাংক থেকে ক্রয় করতে হয়।
•টাকার মতো ইলেকট্রনিক ক্যাশেরও বিনিময় মূল্য আছে।

গ. স্মার্ট কার্ড বা ডেবিট কার্ড: এ পদ্ধতির প্রচলন শুরু হয় প্রায় ১৯৮০ সালের দিকে। এ কার্ড অন্যান্য ম্যাগনেটিক কার্ডের চেয়ে বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন। বর্তমানে লেনদেনের ক্ষেত্রে স্মার্ট কার্ডের ব্যবহার অনেক বেশি। স্মার্ট কার্ড দুধরনের হয়ে থাকে- রিলেশনশিপ বেইজড স্মার্ট কার্ড ও ইলেকট্রনিক পার্সেস এবং ডেবিট কার্ড।

ক্রেডিট কার্ডভিত্তিক ইলেকট্রনিক পেমেন্ট: ইলেকট্রনিক কমার্সে লেনদেনের  ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার একটি জনপ্রিয় পদ্ধতি। ইলেকট্রনিক কমার্সে লেনদেনের জন্য ক্রেডিট কার্ডের তথ্য এ্যানক্রিপ্ট করে পাঠানো হয়। ক্রেতা তার কার্ডের তথ্যগুলো এ্যানক্রিপ্ট করে বিক্রেতার নিকট পাঠানোর পর বিক্রেতা তথ্যগুলো সম্পর্কে নিশ্চিত হবার জন্য নিজস্ব ব্যাংক বা অনলাইন ক্রেডিট প্রসেসরে পাঠায়। ব্যাংক বা প্রসেসর কার্ডের তথ্য গ্রাহকের ব্যাংকে পাঠিয়ে সত্যতা যাচাই করে। গ্রাহকের ব্যাংক এ্যানক্রিপ্ট করা তথ্যগুলোকে ডিক্রিপ্ট করে তথ্যের সত্যতা বিক্রেতার নিকট পাঠায়।

থার্ড পার্টি অথারাইজেশন নম্বর: এক্ষেত্রে ক্রেতাকে থার্ড পার্টির সাথে রেজিষ্ট্রেশনে আবদ্ধ হতে হয়। থার্ড পার্টি প্রসেসিং ইন্টারনেট খুব দ্রুততার সাথে হয়। থার্ড পার্টি প্রসেসর ক্রেতার হয়ে বিক্রেতাকে একটি অথারাইজেশন নম্বর প্রদান করে। থার্ড পার্টি প্রসেসর এ অথারাইজেশন নম্বর দিয়ে থাকে একমাত্র ক্রেডিট কার্ডের তথ্য সঠিক হলে। তথ্যের সঠিকতা যাচাই খুব দ্রম্নততার সাথে থার্ড পার্টি প্রসেসর করে থাকে। বহুমুখী পেমেন্ট সিস্টেমের সাথে থার্ড পার্টি প্রসেসরের যোগাযোগ থাকে। এ অথারাইজেশন নম্বর পাবার পর খুব সহজেই নিশ্চয়তার সাথে ক্রেতাবিক্রেতা তাদের লেনদেন সম্পাদন করতে পারে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *