গবেষণায় কম্পিউটারের ব্যবহার
মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে অজানাকে জানা এবং নতুন কিছু আবিষ্কার করা। এর জন্য মানুষ বিভিন্ন উপকরণকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করে। এ সকল সাহায্যকারীর মধ্যে বর্তমানে কম্পিউটার গুরুত্বপূর্ণ উপকরণে পরিণত হয়েছে। সামাজিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক প্রতিটি বিষয়ের গবেষণার জন্য চুলচেরা বিশ্লেষণের দরকার হয়। আর এসব বিশ্লেষণের সহজ সমাধান কম্পিউটার দিতে পারে। তাই গবেষণার ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। যেমন- একজন সমাজ বিজ্ঞানী গবেষণা করবেন কী করে সমাজের উন্নয়ন করা যায়। এজন্য তাঁর প্রয়োজন হবে, সমাজের নিয়ম-নীতি, আচারআচরণ, ভালমন্দ প্রভৃতি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং যে সব তথ্য সংগ্রহ করা হয় তার বিশ্লেষণ করা। সঠিকভাবে ও দ্রুত গতিতে এসব তথ্য বিশ্লেষণের জন্য কম্পিউটার প্রয়োজন। তেমনি রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও কম্পিউটারের মাধ্যমে প্রাপ্ত ভোটের হার নির্ণয় করা সম্ভব। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন দিক পর্যালোচনা, বিশ্লেষণের মাধ্যমে বাজেট তৈরী করা একান্ত প্রয়োজন। এই বিশ্লেষণ ও বাজেট তৈরীর কাজ কম্পিউটার নিয়ন্ত্রিত হলে দ্রুতগতিতে বিভিন্ন পরিবর্তনের ফল পাওয়া যায়।
বর্তমানে যুগে কম্পিউটার ছাড়া কোন বৈজ্ঞানিক গবেষণা চিমত্মাই করা যায় না। পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান গবেষণায়ও কম্পিউটার ব্যবহৃত হয়। বিজ্ঞানের কঠিন, জটিল ও দীর্ঘসূত্র ও তথ্যের সূক্ষ্ম বিশ্লেষণ ও হিসাব-নিকাশ নিভূলভাবে সম্পূর্ণ করে থাকে এই কম্পিউটার। কারণ কম্পিউটারের কোন ক্লান্তি নেই। সে অনায়াসে ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে পারে।
তাছাড়া গবেষণার জন্য তথ্য-আদান-প্রদানের সুবিধার্থে, বিশ্ববিদ্যালয়, গ্রন্থাকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা যেতে পারে। এ ধরনের কম্পিউটার যোগাযোগকে ই-মেইল বা ইলেকট্রনিক মেইল বলা হয়। ই-মেইল এর সাহায্যে সব প্রকার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তথ্য গ্রহণ করা যায় এবং প্রয়োজনে গবেষণার কাজে লাগানো যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions