হার্ডওয়্যার কাকে বলে
একটি কম্পিউটারকে সাধারণত: দুটি অংশে ভাগ করা যায় যথা হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হলো সেই সব অংশ যা দৃশ্যত এবং ছোঁয়া যায়, যার কাঠামো আছে। কম্পিউটার হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো ছোঁয়া যায়, দেখা যায় যেমন: মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড ইত্যাদি। কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটি পারসোনাল কম্পিউটার তৈরি হয়। এরপর এতে অপারেটিং সিস্টেম ইন্সটল করা হয় এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করা হয়। এই হার্ডওয়্যারগুলো আলাদাভাবে ক্রয় করে এসেম্বল করে, অপারেটিং সিস্টেম এবং এ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে কম্পিউটার হিসেবে ব্যবহার করা যায়। এ ধরনের কম্পিউটারকে আমরা ক্লোন কম্পিউটার বলে থাকি। আবার সকল হার্ডওয়্যার একসাথে কম্পিউটার হিসেবে বাজারে কিনতে পাওয়া যায়। যাকে আমরা ব্র্যান্ড কম্পিউটার বলে থাকি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions