if ফাংশনের গঠন দেখাও
if ফাংশনের গঠন :
= IF (Condition, Output1, Output2), ....IF(....
=IF(......) ফাংশন গঠনের সাধারণ নিয়ম :
• =IF -এর পর প্রথম বন্ধনীর মধ্যে শর্তগুলো কমা দিয়ে আলাদা করে লিখতে হয়।
• যতগুলো =IF থাকবে ফর্মূলার শেষে ততটি ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হয়।
• আরগুমেন্ট মান নিউমেরিক হলে সরাসরি লিখতে হয়, আর টেক্সট হলে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়।
• =IF(...) ফাংশনে কোন AND কিংবা OR ব্যবহার করতে হলে এগুলোর আরগুমেন্টগুলো আবার আলাদা বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়।
উদাহরণ-১ :
=IF(B3>33,"Pass", "Fail") -এ সূত্রটি কোন সেল-এ লিখে এন্টার দিলে যদি B3 সেল এর মান 33-এর চেয়ে বড় থাকে তবে Pass লেখা দেখাবে, আর যদি 33-এর কম থাকে তাহলে Fail দেখাবে।
উদাহরণ-২ :
=IF(B3<33," Fail", "Pass") এটিও উপরের সূত্রের অনুরূপ ফল দেয়।
উদাহরণ-৩ :
=IF(B3>33, 1, 0) -এ সূত্রটি কোন সেল-এ লিখে এন্টার দিলে যদি B3 সেল এর মান 33 -এর চেয়ে বড় থাকে তবে 1, আর যদি 33 -এর কম থাকে তাহলে 0 ফল প্রদান করে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions