জোড়া শব্দ
বাংলা ভাষায় বহু জোড়া শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। এই জোড়া শব্দগুলোকে যুগ্মশব্দ বা শব্দযুগল বা পদদ্বৈত বা শব্দদ্বৈত নামে অভিহিত করা হয়। সমার্থক, বিপরীতার্থক ও ভিন্নার্থক দুটি শব্দ সমাসবদ্ধ হয়ে যখন এক শব্দে পরিণত হয়, তখন তাকে জোড়া শব্দ বলে। জোড়া শব্দের দুটি পদই অর্থবিশিষ্ট হয়ে থাকে।
জোড়া শব্দগুলোকে সাধারণত তিন শ্রেণীতে ভাগ করা যায়। নিচে এগুলোর উল্লেখ করা হলো:
• সমার্থক জোড়া শব্দ
• বিপরীতার্থক জোড়া শব্দ
• ভিন্নার্থক জোড়া শব্দ
বিভিন্ন প্রকার জোড়া শব্দের সংক্ষিপ্ত তালিকা নিচে দেয়া হলো:
সমার্থক জোড়া শব্দ
অভাব-অভিযোগ
অনুনয়-বিনয়
আপদ-বিপদ
আমোদ-প্রমোদ
আত্মীয়-স্বজন
আশা-ভরসা
আলাপ-পরিচয়
আদর-যত্ন
উঁকি-ঝুঁকি
ওপর-আপত্তি
কাঙাল-গরিব
কথা-বার্তা
কাজ-কর্ম
কূল-কিনারা
গল্প-গুজব
ঘর-দোর
চাল-চলন
চালাক-চতুর
ছেলে-পুলে
ছেলে-ছোকরা
ছাই-ভস্ম
জাঁক-জমক
জোক-জমা
জীর্ণ-শীর্ণ
জ বালা-যন্ত্রণা
জীব-জন্তু
ঝড়-ঝাপ্টা
টাকা-পয়সা
ঠাকুর-দেবতা
ঠাট্টা-তামাসা
ঢাক-ঢোল
তর্ক-বিতর্ক
তুচ্ছ-তাচ্ছিল্য
দোকান-পাট
দয়া-দাক্ষিণ্য
দাস-দাসী
দয়া-মায়া
ধন-দৌলত
ধর-পাকড়
নাম-ধাম
পাহাড়-পর্বত
পোশাক-পরিচ্ছদ
বলা-কওয়া
বাধা-বিঘ ণ
বৃষ্টি-বাদল
ব্যবসা-বাণিজ্য
বন-জঙ্গল
বিধি-ব্যবস্থা
ভুল-ভ্রামিত্ম
মাথা-মুন্ডু
মান-সম্মান
মুটে-মজুর
মাপ-জোক
মনি-মুক্তা
মাল-মসলা
যান-বাহন
যুদ্ধ-বিগ্রহ
রীতি-নীতি
রস-কস
লোক-লস্কর
লোক-জন
লোহা-লক্কড়
শক্ত-সমর্থ
শান্ত-শিষ্ট
সুখ-শামিত্ম
সাধু-সজ্জন
হাট-বাজার
হৃষ্ট-পুষ্ট
বিপরীতার্থক জোড়া শব্দ
আদান-প্রদান
আগা-গোড়া
আলো-আঁধার
আয়-ব্যয়
আদর-অনাদর
আকাশ-পাতল
আসিত্মক-নাসিত্মক
ইতর-ভদ্র
ইচ্ছা-অনিচ্ছা
ক্রয়-বিক্রয়
ভাল-মন্দ
মান-অপমান
যোগ-বিয়োগ
রোদ-বৃষ্টি
লাভ-লোকসান
বেচা-কেনা
শীত-বসন্ত
শীত-গ্রীষ্ম
শুভ-অশুভ
সুখ-দুঃখ
দিন-রাত
দোষ-গুণ
হাসি-কান্না
ন্যায়-অন্যায়
জল-স্থল
পাপ-পুণ্য
সত্য-মিথ্যা
দেনা-পাওনা
জনম-মৃত্যু
বেহেশ্ত-দোযখ
ধর্ম-অধর্ম
ওঠা-নামা
উঁচু-নিচু
ন্যায়-অন্যায়
ভিন্নার্থক বা বিভিন্নার্থক জোড়া শব্দ
অন্ন-বস্ত্র
আসবাব-পত্র
ঔষধ-পথ্য
কাঠ-খড়
খাতা-পত্র
চন্দ্র-সূর্য
ধোপা-নাপিত
জল-বায়ু
শীত-বসন্ত
আগে-ভাগে
জিনিস-পত্র
ধুয়ে-মুছে
দয়া-মায়া
অঙ্গ-প্রত্যঙ্গ
আগা-গোড়া
নাম-ধাম
ক্ষুধা-তৃষ্ণা
খরচ-পত্র
মনে রাখবেন, ভিন্নার্থক শব্দের প্রত্যেক অংশে পৃথক অর্থ হয়ে থাকে। সমার্থবোধক শব্দের মত দুই অংশ একই অর্থে ব্যবহৃত হয় না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions