mac os কি
ম্যাক ওএস (Mac OS) :
ম্যাক ওএস একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। ম্যাক ওএস এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি ব্যবহার করা খুব সহজ। এতে পুল ডাউন মেনু সহ এমন সব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে যার সাহায্যে অতি সাধারণ জ্ঞান নিয়েও যে কেউ এটি সহজে ব্যবহার করতে পারেন। ম্যাক ওএস-এর গ্রাফিক্স ও রং-এর ব্যবহার অত্যন্ত চমৎকার। এক সময়ে ম্যাক ওএস শুধু এ্যাপল কম্পিউটার কোম্পানির তৈরি কম্পিউটারে ব্যবহার করা হত, কিন্তু বর্তমানে অন্য কোম্পানির তৈরি কম্পিউটারেও ব্যবহার করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions