Home » » এমএস ডস কি

এমএস ডস কি

এমএস ডস কি

এমএস ডস (MS DOS) হলো বর্ণ ভিত্তিক অপারেটিং সিস্টেম। MS DOS এর পূর্ণরূপ হলো Microsoft disk operating system, এর উদ্ভব সত্তর দশকের একবারে শেষের দিকে। সেই সময়ে টিম প্যাটার্সন কিউ ডস (Q DOS) নামে একটি অপারেটিং সিস্টেম নির্মাণ করেন। এই Q DOS-ই আধুনিক এম এস ডসের ভিত্তি। সিপি/এম (CP/M) নামে আর একটি অপারেটিং সিস্টেম কিউ এস ডসের ভিত্তি।

মাইক্রোকম্পিউটারের ব্যবহার বহুগুণে বেড়ে যাওয়ার ফলে আইবিএম কোম্পানি মাইক্রোকম্পিউটারে নির্মাণে এগিয়ে আসে এবং ১৯৮০ সালে একটি চুক্তির মাধ্যমে ঠিক করেন তাদের মাইক্রোকম্পিউটারগুলোর অপারেটিং সিস্টেম হবে ডস। আইবিএম এই অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেয় মাইক্রোসফট কর্পোরেশনকে। মাইক্রোসফট তখন সিপি/এম অপারেটিং সিস্টেমকে ভিত্তি করে এমএস ডসের উন্নয়নের কাজ করে। ১৯৮১ সালে ডসের প্রথম ভার্সন বাজারে আসে। এমএস ডস খুব কম স্মৃতি সম্পন্ন কম্পিউটারে চলানোর উপযোগি করে তৈরি করা হয়। এক সময় এমএস ডস সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম ছিলো। ১৯৮১ সাল হতে ১৯৯১ সাল পর্যন্ত এমএস ডসের বারটি ভার্সন বের হয়েছে।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *