Home » » মাইক্রো কম্পিউটার কি?

মাইক্রো কম্পিউটার কি?

মাইক্রো কম্পিউটার কি?

ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer)

পূর্বে কম্পিউটার তৈরি করতে অসংখ্য ট্রানজিস্ট্রর, রেজিষ্ট্যান্স, ডায়োড ইত্যাদি ব্যবহার করা হতো। কিন্তু ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল নামক একটি প্রতিষ্ঠান ইনটেল-৪০০৪ (Intel 4004) নামক প্রথম মাইক্রোপ্রসেসর বা ক্ষুদ্র প্রক্রিয়াকারক (Microprocessor) তৈরি করে।এই ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রকারের কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার নামে অভিহিত করা হয়।ক্ষুদ্র প্রক্রিয়াকারকের সাথে স্মৃতি অংশ এবং ইনপুট-আউটপুট অংশের সংযোগ সাধন করা হয়। এই কম্পিউটার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন। এজন্য এই কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC) বলা হয়। IBM 486, IBM Pentium প্রভৃতি মাইক্রোকম্পিউটারের উদাহরণ।

মাইক্রোকম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC) বলা হয়।

মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন সুপার মাইক্রো, ডেক্সটপ, ল্যাপটপ, নোটবুক ইত্যাদি।

সুপার মাইক্রোকম্পিউটার সবচেয়ে শক্তিশালী মাইক্রোকম্পিউটার।এটি ওয়ার্কস্টেশন নামে পরিচিত।ওয়ার্কস্টেশন মাইক্রোকম্পিউটার ও মিনি কম্পিউটারের মাঝে একটি সেতু বন্ধন স্বরূপ। এটি দ্বারা মিনি কম্পিউটারের প্রায় সমস্ত কাজই করা যায় কিন্তু দামের দিক থেকে অত্যন্ত সস্তা।

প্রচলিত সাইজের ডেক্সের উপর রেখে ডেক্সটপ কম্পিউটারে অত্যন্ত স্বাচ্ছন্দে কাজ করা যায়। ল্যাপটপ কম্পিউটার দেখতে আকারে ছোট সাইজের ব্রিফ কেইসের মত। এটিকে কোলের উপরে রেখেও কাজ করা যায়। নোটবুক কম্পিউটার আকারে নোটবুক বা ডয়েরীর মত।এতে তথ্য প্রদর্শনের ব্যবস্থা সহ কম্পিউটারের সব অংশ বিদ্যমান। নোটবুক কম্পিউটারকে প্রিন্টার সহ অন্যান্য সরঞ্জামের সাথে সহজে যুক্ত করা যায়। এটি গাড়ির ব্যাটারিতেও চলে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*