পঞ্চম প্রজন্মের ভাষা
ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা পঞ্চম প্রজন্মের ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষার উন্নয়নের মাধ্যমে মানুষের ভাষার মতোই প্রোগ্রাম ভাষাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা পঞ্চম প্রজন্মের ভাষা বলে। এ ধরণের ভাষা এখনও পরীক্ষামূলক। এ প্রজন্মের ভাষা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে।এ ধরণের ভাষাকে রূপান্তরে ব্যবহৃত অনুবাদককে বুদ্ধিমান বা ইনেটলিজেন্ট কম্পাইলার বলা হয়।
উচ্চতর ভাষার ব্যবহার
১. বড় প্রোগ্রাম তৈরির জন্য উচ্চতর ভাষার ব্যবহার করতে হয়।
২. যে সব ক্ষেত্রে বেশি মেমোরি প্রয়োজন সে সব ক্ষেত্রে উচ্চতর ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করা হয়।
৩. বিভিন্ন ধরণের এ্যাপ্লিকেশন তৈরিতে উচ্চতর ভাষা প্রয়োজন।
৪. অপেক্ষাকৃত জটিল প্রোগ্রাম তৈরিতে উচ্চতর ভাষা ব্যবহার করা হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions