Home » » সিস্টেম ইউনিট কি

সিস্টেম ইউনিট কি

সিস্টেম ইউনিট কি

একটা পার্সোনাল কম্পিউটারের সবচেয়ে বড় অংশকে সিস্টেম ইউনিট বলা হয়। এ ইউনিটের ভিতরেই সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ, স্মৃতিকেন্দ্র, সমস্ত যন্ত্রাংশ, ফ্লপি, সিডি, ডিস্ক ড্রাইভ ও হার্ডডিস্ক অবস্থিত। এখানে রিসেট বাটনও থাকে। বাহিরে থেকে যে বাক্সটি দেখা যায় এটিকে বলা হয় কেসিং। এ কেসিং বা বাক্সটির ভিতরেই কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশ সংযোজিত থাকে। এ সিস্টেম ইউনিট এর ভিতরেই কম্পিউটারের মাদারবোর্ডসহ অন্যান্য অংশসমূহ বিদ্যমান। মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের অন্যতম মূল অংশ। এটা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে থাকে। মাদারবোর্ডের মধ্যেই কম্পিউটারের সিপিইউ বা মাইক্রোপ্রসেসর থাকে যা কম্পিউটারের ব্রেন হিসেবে পরিচিত। একটি মাদারবোর্ডের সাথেই- প্রসেসর, র‌্যাম চিপসমূহ, রম চিপ বা বায়োস, ডাইরেক্ট মেমোরি এক্সেস, প্রোগ্রামেবল ইন্ট্রাপ্ট কন্ট্রোলার, প্রোগ্রামেবল ইন্ট্রাপ্ট টাইমার, এক্সপানশন স্লটসমূহ ও ডিপিআই, কিবোর্ড সংযোগ পোর্ট, পাওয়ার সাপ্লাই পোর্ট, বিভিন্ন জাম্পার কানেকশন ও এলইডি কানেকশন ইত্যাদি উপকরণসমূহ বিদ্যমান থাকে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *