টিম বার্নাস লি
স্যার টিমোথি জন বার্নাস-লি
ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী স্যার টিমোথি জন বার্নাস-লি [জনম জুন ৮, ১৯৫৫] হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (HTTP-Hyper Text Transfer Protocal) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। সেই থেকে বার্নাস লি ওয়ার্ল্ড ওয়েবের (WWW-World Wide Web) জনক হিসেবে পরিচিত। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিভিন্ন ধরণের এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার বিকশিত হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions