ইউনিক্স অপারেটিং সিস্টেম
ইউনিক্স (Unix): ১৯৬৯ সালে কিন থমসন AT&T-এর বেল ল্যাবরেটরি হতে মিনি কম্পিউটার PDP-7 এর জন্য সহজ, সরল এবং তুলনামূলকভাবে ছোট আকারের ইউনিক্স নামে একটি অপারেটিং সিস্টেম তৈরি করেন। আইনগত বাধার কারণে ১৯৭৬ সালের পূর্ব পর্যন্ত Unix কেবলমাত্র AT&T-ই ব্যবহার করতো। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১৯৭৬ সালে ইউনিক্স প্রথম পাবলিক ভার্সন UNIX-6 বের হয়। ১৯৭৮ সালে বের হয় Unix-7, ইউনিক্স একটি চমৎকার অপারেটিং সিস্টেম। এক সংগে একাধিক অপারেটর কাজ করতে পারে। সেজন্য এটিকে মাল্টি ইউজার বলা হয়। আবার একই সংগে বহুকাজ এবং একটি মনিটরকে বহু মনিটরের ন্যায় ব্যবহার করা যায় বলে এই সিস্টেমকে মাল্টিটাস্কিং (Multitasking)-ও বলে। মেইেনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রোকম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়। ১৯৮০ সালে মাইক্রোসফট কর্পোরেশন মাইক্রোকম্পিউটারে ব্যবহার উপযোগী ইউনিক্সের একটি নতুন ভার্সন Xenix বের করেন। ইউনিক্সের এই নতুন ভার্সন IBM-PC/AT তে ব্যবহারের জন্য Xenix নামে বাজারজাত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions