ওয়ার্ড প্রসেসিং কি
ওয়ার্ড প্রসেসিং এর অর্থ শব্দ প্রক্রিয়াকরণ। কম্পিউটার দিয়ে লেখালেখির কাজ অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে শব্দ টাইপ করে সম্পাদনা করা বা এডিটিং করা, সাজানো গোছানো ও প্রয়োজনানুযায়ী সুসজ্জিত করা এবং তা কাগজে প্রিন্ট করার উপযোগী করে তোলাকে বলা ওয়ার্ড প্রসেসিং। আর সেসব সফটওয়্যার বা প্রোগ্রাম এর মাধ্যমে এ ধরনের প্রক্রিয়াকরণ কাজ করা হয় তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বা ওয়ার্ড প্রসেসর।
আগে অফিস আদালতে সাধারণ টাইপ রাইটারের সাহায্যে এবং প্রেসে বিভিন্ন সাইজের কাস্টিং করা অক্ষর কম্পোজ করে ছাপানোর কাজ করা হতো। এখনও হাতে কলমে, টাইপরাইটার কিংবা ইলেক্ট্রিক রাইটার মেশিনে ওয়ার্ড প্রসেসিং করা হয়। তবে বর্তমান সময়ে ওয়ার্ড প্রসেসিংএর কাজে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে কম্পিউটার প্রযুক্তিকে ব্যবহার করে অনেক দক্ষতার সাথে চমৎকারভাবে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয়। এজন্য ওয়ার্ড প্রসেসর মেশিন বলতে বর্তমানে কম্পিউটারকেই বুঝানো হয়ে থাকে। বর্তমানে কম্পিউটারে ব্যবহারযোগ্য নানা ধরনের ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার তৈরি ও বাজারজাত করা হয়েছে।
লেখালেখির জন্য কম্পিউটারে যে সফট্ওয়্যার ব্যবহার করা হয় তা ওয়ার্ড প্রসেসিং। চিঠিপত্র, ডকুমেন্ট, বই, প্রতিবেদন, প্রবন্ধ ইত্যাদি কাজ এই সফট্ওয়্যারের সাহায্যে খুব সহজে সম্পন্ন করা যায়। মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারে প্রথম জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফট্ওয়্যার হল ওয়ার্ডষ্টার (Word Star)। আইবিএম কম্পিউটারে পরবর্তী জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফট্ওয়্যার হল ওয়ার্ড পারফেক্ট (Word Perfect)। ম্যাকিনটোশ কম্পিউটারে সর্বপ্রথম ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) চালু হয়। পরবর্তীতে আইবিএম পিসিতে উইন্ডো চালিত মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের এক নতুন দিগন্ত উন্মোচন করে। মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি কতৃক তৈরিকৃত এই সফট্ওয়্যারটি বর্তমান বিশ্বের সবচেয়ে প্রচলিত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। চিত্রভিত্তিক এই সফট্ওয়্যার ব্যবহারের সবচেয়ে সুবিধা হল এর পুল ডাউন মেনু। এখানে কমান্ড মুখস্ত রাখতে হয় না। মেনু ব্যবহার করে সমস্ত কাজ অতি সহজে সম্পন্ন করা যায়। এই সফট্ওয়্যার ব্যবহার করে যে কোনভাবে বর্ণবিন্যাস করা যায়, টেবিল কলাম ইত্যাদি তৈরি করা যায়, যে কোন বর্ণমালা ব্যবহার করে কাজ করা যায়, ইচ্ছামত পরিবর্তন, পরিমার্জন করা যায়। তাছাড়াও এর সবচেয়ে বড় সুবিধা হল মূদ্রণ করার পূর্বে পৃষ্ঠাটি কেমন হবে তা মনিটরের পর্দায় হুবহু দেখা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions